Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়ার অবস্থা একেবারেই সংকটাপন্ন: ফখরুল


২৭ অক্টোবর ২০১৯ ১৪:২০ | আপডেট: ২৭ অক্টোবর ২০১৯ ১৪:২২

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা শুধু খারাপ নয়, একেবারেই সংকটাপন্ন বলে জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘তাকে সুস্থ অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব কি না সেটি নিয়েও শঙ্কা রয়েছে। কারণ তার শারীরিক অবস্থা খুবই সংকটাপন্ন।’

রোববার (২৭ অক্টোবর) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগর চন্দ্রিমা উদ্যানে যুবদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পমাল্য অর্পণ শেষে ফখরুল এ সব কথা বলেন।

বিজ্ঞাপন

মির্জা ফখরুল বলেন, ‘দেশনেত্রীর স্বাস্থ্য অত্যন্ত সংকটাপন্ন। ওনার স্বাস্থ্য শুধু খারাপ নয়, একেবারেই সংকটাপন্ন। তার জীবনের হুমকি দেখা দিয়েছে। এমনকি তিনি সুস্থ অবস্থায় ফিরে না আসার শঙ্কা দেখা দিয়েছে। আপনারা দেখেছিলেন উনি যখন কারাগারে যান তখন একেবারে সুস্থ অবস্থায় গিয়েছিলেন। এখন তিনি বিছানা থেকে উঠতে পারেন না, নিজে খাবার খেতে পারেন না। তিনি এক পা হাঁটতেও পারেন না। বর্তমানে তিনি যে হাসপাতালে চিকিৎসাধীন সে হাসপাতালে ওনাকে উপযুক্ত চিকিৎসা দেওয়া সম্ভব নয়। সে কারণে আমরা বারবার বলেছি, ওনার যে প্রাপ্য জামিন সেটি ফিরিয়ে দিক। কিন্তু সরকার ইচ্ছাকৃতভাবে তার জামিন আটকে রেখেছে। সেইসঙ্গে সম্পূর্ণভাবে তিনি যেন জামিন না পান সে ব্যবস্থা করে রেখেছে। কিন্তু তিনি জামিন পেলে তিনি তার ইচ্ছা মতো যেখানে ইচ্ছা সেখানে চিকিৎসা নেবেন।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে বর্তমানে যে অবৈধ সরকার জবর দখল করে বসে আছে তারা বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। তারা বাংলাদেশের গণতন্ত্রকে হরণ করে গণতন্ত্রের নেত্রী যে গণতন্ত্রের জন্য সারা জীবন সংগ্রাম করেছেন আমাদের দেশনেত্রী খালেদা জিয়াকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় কারারুদ্ধ রেখে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আজকে সামগ্রিক যে অবস্থার সৃষ্টি হয়েছে, এ অবস্থার জন্য এই সরকার সম্পূর্ণভাবে দায়ী। কারণ এই সরকার বৈধ নয়, তাদের কাছে জনগণের কোন ম্যান্ডেড নেই। তারা দেশ পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তাই আমরা জনগণকে ঐক্যবদ্ধ করে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে একসাথে আন্দোলন গড়ে তোলে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে গণতন্ত্র মুক্তির যে আন্দোলন সফল করব।’

মির্জা ফখরুল বলেন, ‘এই জন্য অবিলম্বে এই অবৈধ সরকারের পদত্যাগ করা উচিত। সেই সঙ্গে একটি নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এ সংকট নিরসন সম্ভব। দেশ ধ্বংস হয়ে গেছে সমাজ ধ্বংস হয়ে গেছে। আজকে দেশে যা কিছু হচ্ছে অন্যায় অনিয়ম সবকিছুর জন্য সরকার দায়ী।’

খালেদা জিয়া টপ নিউজ বিএনপি চেয়ারপারসন

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর