Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘এখন থানায় এলে জনগণকে চকলেট দিয়ে স্বাগত জানানো হয়’


২৬ অক্টোবর ২০১৯ ২২:১৪

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান বলেছেন, ১০ বছর আগের পুলিশের সাথে এখনকার পুলিশের বিস্তর ফারাক। আগে থানায় গেলে যেখানে মানুষ ভীত সন্ত্রস্ত থাকত, সেখানে এখন থানায় এলে চকলেট দিয়ে স্বাগত জানানো হয়।

শনিবার (২৬ অক্টোবর) ‘কমিউনিটি পুলিশিং ডে’ উপলক্ষে চট্টগ্রাম মহানগর কমিউনিটি পুলিশিং আয়োজিত সমাবশে সিএমপি কমিশনার এসব কথা বলেন। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার।

বিজ্ঞাপন

মাহাবুবর রহমান বলেন, ’একসময় লজ্জা, সংকোচ, ভয়ের কারণে জনগণ থানায় আসত না। আমরা পুলিশকে এমন পর্যায়ে নিয়ে গেছি যে, এখন জনগণকে আর থানায় আসতে হয় না, পুলিশই জনগণের কাছে যায়।’

উল্লেখ্য, ‘হ্যালো ওসি’ নামে একটি কর্মসূচির মাধ্যমে নগরীর পাড়া-মহল্লায় থানার সেবা নিয়ে যাবার কাজ প্রথম শুরু হয়েছে সিএমপিতে। সম্প্রতি নগরীর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন এ কার্যক্রম শুরু করেন। পরবর্তীতে সিএমপি কমিশনারের নির্দেশে ‘হ্যালো ওসি’ কর্মসূচি শুরু হয়েছে নগরীর ১৬ থানায়। সারাদেশে পুলিশের কর্মকাণ্ডের মধ্যে সিএমপির ‘হ্যালো ওসি’ কর্মসূচি প্রশংসিত হয়েছে।

পুলিশ ভালো কাজ করতে চায় উল্লেখ করে সিএমপি কমিশনার বলেন, ‘পুলিশ ভালো কাজ না করলে তাদের বর্জন করবেন। আইনশৃঙ্খলা বহিনীর মধ্যে দুর্বৃত্ত থাকলে তাদের আইডেন্টিফাই করুন। তেমনি এ সমাজে যদি জনপ্রতিনিধিদের মধ্যে দুর্বৃত্ত থাকলে তাদেরকেও বর্জন করুন।’

সন্ত্রাসী, মাদক ব্যবসায়ীকে জনপ্রতিনিধি ও সংগঠনের নেতা না বানানোর আহবান জানান সিএমপি কমিশনার। চলমান শুদ্ধি অভিযান প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশে থাকতে চাইলে ভালো থাকতে হবে। হয় ভালো হয়ে দেশে থাকুন, না হয় দেশ ছাড়ুন।’

বিজ্ঞাপন

এদিকে জনগণ চাইলে পুলিশ জনগণের বন্ধু হবে বলে মন্তব্য করেছেন অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার। তিনি বলেন, ‘আপনি জনগণ যতক্ষণ পুলিশকে বন্ধু ভাববেন না, যতক্ষণ আমার আচরণ বন্ধুর মতো না হয়। আমরা চেষ্টা করছি আমার আচরণটি বন্ধুর মতো করবার জন্যে। সেক্ষেত্রে আমরা আপনার বন্ধু হতে পারব যদি কিনা আমার আপনার মনের মিলটি হয়। আপনার আমার চলার পথ এক হয়।’

মানুষ সবসময় পুলিশের পক্ষে থাকে না মন্তব্য করে চট্টগ্রাম নগর পুলিশের সাবেক কমিশনার ইকবাল বাহার বলেন, ‘আমরা যারা সরকারের বিভিন্ন পর্যায়ে কাজ করছি আমরা আপনাদের সেবক। বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদে সাত অনুযায়ী এ রাষ্ট্রের মালিক জনগণ। আপনি জনগণ কেমন থাকতে চান সে সিদ্ধান্ত নিতে হবে আপনাকে। আপনি যদি ভালো থাকতে চান, আমরা যারা আপনার সেবক হিসেবে কাজ করছি বেতন নিচ্ছি আপনার ট্যাক্সের পয়সায় সে সেবকটি আমি বাধ্য হব আপনাকে ভালো রাখতে।’

চট্টগ্রাম মহানগর কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি ও দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক এম এ মালেকের সভাপতিত্বে আলোচনা সভায় নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মোস্তাক আহমেদ, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, বিজিএমইএ’র সাবেক সভাপতি এসএম আবু তৈয়ব, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র প্যানেলের সদস্য হাসান মাহমুদ হাসনি, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, জ্যেষ্ঠ্য সাংবাদিক কলিম সরোয়ার এবং নগর কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক অহিদ সিরাজ চৌধুরী স্বপন বক্তব্য রাখেন।

পুলিশ সিএমপি কমিশনার হ্যালো ওসি

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর