Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনুপ্রবেশকারীদের দলে এনে ভাবমূর্তি নষ্ট করেন না: নানক


২৬ অক্টোবর ২০১৯ ২০:৩৮

ফাইল ছবি

ঢাকা: বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, অনুপ্রবেশকারীদের দলে টেনে এনে দলের ভাবমূর্তি নষ্ট করবেন না, দল ভারী করার চেষ্টা করবেন না। যারা অনুপ্রবেশকারীদের দলে ঢুকাবেন তাদেরও ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (২৬ অক্টোবর) দুপুরে লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় নানক এ সব কথা বলেন।

নানক বলেন, ‘১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে শেষ করার চেষ্টা ছিল। সেই অপশক্তি কিন্তু পারেনি। ১/১১ তে করতে চেয়েছিল কিন্তু ষড়যন্ত্রকারীরা সফল হয়নি।’

নানক দলীয় নেতাদের উদ্দেশে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘দলে সাঁড়াশি অভিযান চলছে, কেউ অপকর্ম করলে ছাড় পাবেন না। বঙ্গবন্ধুর হত্যার বিচার হয়েছে। ১৫ আগস্টের বিচার করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা লালমনিরহাটে গ্রামে গ্রামে বিদ্যুৎ দিয়েছেন, কমিউনিটি ক্লিনিক করে দিয়েছেন, শেখ হাসিনা দারিদ্র্যকে উঠিয়ে দিয়েছেন।’

জেলা আওয়ামী লীগ সভাপতি মোতাহার হোসেন এমপির সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, জেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা।

এরপর রংপুর মহানগর আওয়ামী লীগে এক সভা করেন নেতারা। মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিয়ার রহমান সাফির সভাপতিত্বে সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল সভা পরিচালনা করেন।

আওয়ামী লীগ জাহাঙ্গীর কবির নানক নানক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর