Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়াকে বিদেশ যেতে হলে অনুমতি লাগবে: তথ্যমন্ত্রী


২৬ অক্টোবর ২০১৯ ১৮:৪৫

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো: জামিন পেলে আদালতের অনুমতি নিয়ে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে যেতে পারবেন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ। তিনি বলেছেন, খালেদা জিয়া জামিন পাবেন কি পাবেন না সেটি আদালতের বিষয়, সরকারের কোনো বিষয় নয়।

শনিবার (২৬ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম নগরীর দেওয়ানজী পুকুর পাড়ে নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী এসব কথা বলেছেন। দেশের সাম্প্রতিক রাজনৈতিক বিষয় নিয়ে এ সংবাদ সম্মেলন ডাকেন তথ্যমন্ত্রী।

বিজ্ঞাপন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে শুক্রবার সাক্ষাৎ করেন তার বড় বোন সেলিমা ইসলামসহ স্বজনেরা। এসময় বোন সেলিমা তাকে চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার কথা বলেন।

এর প্রতিক্রিয়ায় হাছান মাহমুদ বলেন, ‘বেগম খালেদা জিয়ার স্বজনরা অনেক কথা বলেছেন। চিকিৎসার জন্য বিদেশে নেবার কথা বলেছেন, হাসপাতালে চিকিৎসা না পাওয়ার কথা বলেছেন। আমি তাদের অভিযোগ শোনার পর হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছেন, বেগম খালেদা জিয়াকে তারা নিয়মিত চেকআপ করেন। উনার যে সমস্যা, আর্থাইটিজের পুরনো সমস্যা। সেটি নতুন কোনো রোগ নয়। এই রোগ নিয়েই তিনি প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেত্রীর দায়িত্ব পালন করেছেন। সুতরাং খালেদা জিয়া চিকিৎসা না পাওয়ার অভিযোগ সঠিক নয়।’

‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয় দেশের মেডিকেল শিক্ষার সর্বোচ্চ প্রতিষ্ঠান। দেশের প্রথিতযশা ডাক্তারেরা এখানে চিকিৎসা দিয়ে থাকেন। আমাদের দলের সাধারণ সম্পাদকও (ওবায়দুল কাদের) যখন অসুস্থ হয়ে জীবনমৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন, তিনিও এখানে চিকিৎসা নিয়েছেন। তখন ভারত থেকে আসা বিশেষজ্ঞ ডাক্তারেরা বলেছেন, তিনি ভারত বা সিঙ্গাপুরে যে চিকিৎসা পেয়েছেন এখানেও তাই পেয়েছেন।’

বিজ্ঞাপন

বিদেশে নিয়ে যাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘খালেদা জিয়াকে বিদেশ যেতে হলে প্রথমে জামিন পেতে হবে। এরপর আদালতের অনুমতি নিয়ে তিনি চিকিৎসার জন্য বিদেশ যেতে পারবেন। আদালত থেকে তিনি জামিন পাবেন কি পাবেন না সেটা আদালতের বিষয়, সেটা সরকারের কোনো বিষয় নয়।’

সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর দেওয়া বক্তব্য প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, ‘বেগম জিয়ার স্বজন এবং বিএনপি নেতাদের বক্তব্যের মধ্যে পুরোপুরি মিল আছে। এগুলো বলে তারা খালেদা জিয়ার জন্য সহানুভূতি আদায়ের চেষ্টা করেন। এতে বরং খালেদা জিয়াকে অসম্মানিত করা হয়। তিনি যাতে ভালো চিকিৎসা পান, সে জন্য দেশের সর্বোচ্চ চিকিৎসালয়ে রাখা হয়েছে। বেগম জিয়া যদি চিকিৎসাই না পেতেন, তাহলে তাকে কারাগারে নেওয়ার কথা উঠলে বিএনপি নেতারা বিরোধিতা করেন কেন?’

জামিনে সহযোগিতার জন্য সরকারের প্রতি দাবির বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘সরকার কি একজন সাজাপ্রাপ্ত আসামিকে জামিন পেতে সহযোগিতা করবে? দুর্নীতির সঙ্গে আপসের কোনো সুযোগ নেই।’

চলমান শুদ্ধি অভিযানের জন্য করা তালিকায় কোনো মন্ত্রীর নাম আছে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘কোনো মন্ত্রীর নাম তালিকায় আছে কি-না আমি জানি না। সেটি তালিকা যারা করেছেন তারা ভালো বলতে পারবেন। তবে কয়েকজন এমপির বিষয়ে তদন্ত হচ্ছে। তদন্ত শেষ হওয়ার আগে কে দোষী, কে নির্দোষ তা বলা সম্ভব নয়।’

খালেদা জিয়া টপ নিউজ ড. হাছান মাহমুদ তথ্যমন্ত্রী বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর