অবিরাম বৃষ্টিতে জাপানে বন্যা, ১০ জনের মৃত্যু
২৬ অক্টোবর ২০১৯ ১৮:১৯ | আপডেট: ২৬ অক্টোবর ২০১৯ ২২:০৪
অবিরাম বৃষ্টি্র কারণে জাপানের চিবা ও ইবারাকি প্রিফেকচারে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয় নদীগুলোর পানি বৃদ্ধি এবং ভূমি ধ্বসে মারা গেছে ১০ জন। শুক্রবার (২৫ অক্টোবর) দিবাগত রাত থেকে টানা ১২ ঘন্টায় প্রায় ২০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। খবরে জানিয়েছে এনএইচকে।
উদ্ধারকর্মীরা জানিয়েছেন, বন্যার পানি অতিমাত্রায় বেড়ে যাওয়ার কারণে উদ্ধার কার্যক্রম চালাতে সমস্যা হচ্ছে।
এর আগে, টাইফুন হাগিবিসের আঘাতে জাপানে ৮৮ জনের প্রাণহানি হয়েছিল।