Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহারাষ্ট্র নির্বাচনে ৮ লাখ ‘না’ ভোট পড়েছে


২৬ অক্টোবর ২০১৯ ১৭:১৫ | আপডেট: ২৬ অক্টোবর ২০১৯ ১৯:১৭

ভারতের বিধানসভা নির্বাচনে প্রায় ৮ লাখ ‘না’ (নোটা) ভোট পড়েছে। যা ভোটারের মোট সংখ্যার ১.৩৫ শতাংশ। মহারাষ্ট্রে ২০১৪ সালের বিধানসভা নির্বাচনের তুলনায় ‘না’ ভোটের সংখ্যা বেড়েছে প্রায় ৩ লাখ। শনিবার (২৬ অক্টোবর) ভারতের নির্বাচন কমিশন সূত্রে এ খবর জানিয়েছে এনডিটিভি।

এর আগে, বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ভারতের মহারাষ্ট্র ও হরিয়ানা রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। সেই ফলাফলের ভিত্তিতে মহারাষ্ট্রের ক্ষমতায় বসতে যাচ্ছে বিজেপি – শিবসেনা জোট। তবে আসন বেশি পেয়েও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় হরিয়ানায় সরকার গঠন করা হচ্ছে না ক্ষমতাসীন বিজেপির।

বিজ্ঞাপন

আরও পড়ুন – বিজেপির দখলেই মহারাষ্ট্র, হরিয়ানায় বিরোধীদের কোয়ালিশন

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মহারাষ্ট্র নির্বাচনে লাতুর আসন থেকে সর্বোচ্চ ১ লাখ ৩৫ হাজার ৬ ভোট পেয়েছেন কংগ্রেস দলীয় ধীরাজ দেশমুখ। ওই আসনে ভোট সংখ্যার দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে ‘না’ ভোট।

প্রসঙ্গত, ২০১৪ সালের বিধানসভা নির্বাচনে ৪ লাখ ৬০ হাজার ৭৪১টি ‘না’ ভোট পড়েছিল। যা মোট ভোটার সংখ্যার ০.৯১ শতাংশ।

কংগ্রেস না ভোট নির্বাচন বিজেপি বিধানসভা ভারত মহারাষ্ট্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর