Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাদশাহী ভাব নিয়ে চাকরি করতে পারবেন না: ডিএমপি কমিশনার


২৬ অক্টোবর ২০১৯ ১৫:৫৩ | আপডেট: ২৬ অক্টোবর ২০১৯ ১৫:৫৯

ঢাকা: পুলিশ সদস্যদের প্রতি হুঁশিয়ারি দিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম বলেছেন, যদি কোনো পুলিশ অফিসার কিংবা সদস্য নিজেদের বাদশা ভাবেন আর জনগণকে প্রজা ভাবেন তাহলে পুলিশে তার চাকরি করার দরকার নেই।

শনিবার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে ‘কমিউনিটি পুলিশিং ডে-২০১৯’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে শফিকুল ইসলাম এ হুঁশিয়ারি দেন। ‘পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-সন্ত্রাস-জঙ্গিমুক্ত দেশ গড়ি’ স্লোগানে দিবসটি পালন করা হচ্ছে।

বিজ্ঞাপন

ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম বলেন, ‘এ শহরে যারা ভালো মানুষ আছেন, যারা দেশের মঙ্গল চান তারা যদি এক কদম এগিয়ে আসেন দেশের ভালোর জন্য, আমরা কথা দিচ্ছি, দশ কদম এগিয়ে যাব তাদের কাছে।’

এ সময় তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, ‘নাগরিকদের ট্যাক্সের টাকায় আমাদের মাথার টুপি থেকে পায়ের জুতা পর্যন্ত, এমনকি আমার সন্তানের লেখাপড়া থেকে শুরু করে আমার পেট চলা সবকিছু জনগণের টাকায়। অথচ আমাদের কিছু পুলিশ অফিসারদের ভেতরে ভাব এরকম যে তারা বাদশা, আর জনগণ তাদের প্রজা।’

‘আমি পরিষ্কার বলে দিতে চাই, এই বোধ নিয়ে ডিএমপিতে কেউ চাকরি করতে পারবেন না। এ মহানগরের প্রতিটি মানুষের যে সম্মান-শ্রদ্ধা পাওয়ার কথা, যে সুন্দর আচরণ পাওয়ার কথা সে আচরণটি যদি কোনো পর্যায় থেকে আপনারা (নাগরিক) না পান আমাদের জানাবেন। আমরা এ সমস্ত দুর্বিনীত লোকজনকে (অসৎ পুলিশ সদস্য) পুলিশের দায়িত্ব দিয়ে রাখব না।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, অতিরিক্ত আইজিপি ড. মইনুল হক, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) প্রধান মনিরুল ইসলাম এবং ডিএমপির বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।

বিজ্ঞাপন

টপ নিউজ ডিএমপি কমিশনার পুলিশ সদস্য বাংলাদশ পুলিশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর