Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বড় দুর্নীতি হয়েছে ২৯ ডিসেম্বর রাতে’


২৬ অক্টোবর ২০১৯ ১৪:১৭

ঢাকা: ২০১৮ সালের ২৯ ডিসেম্বর রাতে সবচেয়ে বড় দুর্নীতি হয়েছে বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

শনিবার (২৬ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন। কারাবন্দি বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ‘অপরাজেয় বাংলাদেশ’ এ মানববন্ধনের আয়োজন করে।

মাহমুদুর রহমান বলেন, ‘সরকার আজকে দুর্নীতি বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। কিন্তু সবচেয়ে বড় দুর্নীতি হয়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০১৮ সালের ২৯ ডিসেম্বর রাতে। প্রশাসনের পাহারায় নির্বাচনের আগের রাতে আওয়ামী লীগ ভোট চুরি করেছে।’

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বক্তব্য প্রসঙ্গে মান্না বলেন, ‘সরকারের এক মন্ত্রী বলেছেন রাশেদ খান মেননের বিরুদ্ধে তদন্ত হবে।কিন্তু তা তো হচ্ছে না। তিনি যদি সত্যিই ক্যাসিনো থেকে টাকা নিয়ে থাকেন, তাহলে তদন্ত কেন হচ্ছে না? তাকে কি খাতির করছেন?’

‘চোর, দুর্নীতিবাজ তো আপনারাই। জুয়া তো আপনারই খেলেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। অহেতুক রাজনীতি করবেন না। মানুষ বুঝেছে কারা ভোট চুরি করে, ক্যাসিনো ব্যবসা চালায়। এমন সরকার আমরা আর চাই না। বাংলাদেশের মানুষের মধ্যে এখন বিদ্রোহের আগুন জ্বলছে’— বলেন মান্না।

তিনি বলেন, ‘জালেম সরকার জনগণের টুঁটি চেপে ধরেছে। কাউকে কথা বলতে দিচ্ছে না।এমন পাপিষ্ঠ সরকার ক্ষমতায় থাকলে কখনও ন্যায় বিচার পাওয়া সম্ভব না।’

দুর্নীতি দমন কমিশন প্রসঙ্গে মাহমুদুর রহমান মান্না বলেন, ‘বারবার খবর আসছে দুর্নীতিবাজদের ধরতে দুদক মাঠে নামছে। কিন্তু কেউ কি দুদককে মাঠে নামতে দেখেছে? তারা কি কাউকে গ্রেফতার করেছে? দুদক মূলত সরকারের সুনাম গাইতে নেমেছে।’

বিজ্ঞাপন

সরকারের পদত্যাগ দাবি করে তিনি বলেন, ‘সরকারের উচিত অবিলম্বে পদত্যাগ করা এবং দ্রুত নতুন নির্বাচন দেওয়া। তার আগে খালেদা জিয়াসহ সকল রাজনৈতিক বন্দির মুক্তি দিতে হবে।’

অপরাজেয় বাংলাদেশের সহ-সভাপতি ভি পি ইব্রাহিমের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে আরও বক্তৃতা করেন বিএনপির স্ব-নির্ভরবিষয়ক সম্পাদক শিরীন সুলতানা, বিএনপি নেত্রী অপর্না রায় চৌধুরী, মৎসজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, ঢাকা মহানগর বিএনপির সহ-সভাপতি ফরিদ উদ্দিন প্রমুখ।

টপ নিউজ নাগরিকৈঐক্য বড় দুর্নীতি মাহমুদুর রহমান মান্না

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর