Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিক্ষোভে উত্তাল চিলি, রাজপথে ১০ লাখ মানুষ


২৬ অক্টোবর ২০১৯ ১৪:২৫ | আপডেট: ২৬ অক্টোবর ২০১৯ ১৯:৩০

অর্থনৈতিক সংস্কার, নাগরিক সুবিধা ও নৈতিক সরকার ব্যবস্থার দাবিতে চিলির রাজধানী সান্তিয়াগোতে জড়ো হন প্রায় ১০ লাখ আন্দোলনকারী। তাদের অনেকেই দেশটির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরার পদত্যাগের আহ্বান জানিয়েছেন।

শনিবার (২৬ অক্টোবর) সংবাদমাধ্যম বিবিসির খবরে এতথ্য জানানো হয়।

মেট্রোর ভাড়া বৃদ্ধিকে কেন্দ্র করে কিছুদিন আগে শুরু হয় গণবিক্ষোভ। আন্দোলনে এ পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে। শতশত আহত হয়েছেন। অন্তত ৭ হাজার আন্দোলনকারীকে আটক করা হয়েছে। প্রায় ২০ হাজার নিরাপত্তারক্ষী রাজপথে রয়েছেন। সান্তিয়াগোতে জারি রয়েছে রাত্রিকালীন কারফিউ।

প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা আন্দোলনকারীদের শান্ত থাকার অনুরোধ করেছেন। তিনি আরও বলেন, ‘আমরা সবাই বদলে গেছি। আজকের শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে চিলিয়ানরা তাদের কিছু চাহিদা জানিয়েছে এবং চিলিকে ঐক্যবদ্ধ করেছে।’

চিলির অন্যান্য বড় শহরেও হচ্ছে আন্দোলন। ফ্রান্সেস্কো অ্যানগুইটার (৩৮) নামের এক আন্দোলনকারী বলেন, আমরা সুবিচার, সততা, নৈতিক সরকার ব্যবস্থা চেয়ে আন্দোলন করছি।

চিলি বিক্ষোভ সমাবেশ সেবাস্তিয়ান পিনেরা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর