ধানমন্ডিতে আবাসিক ভবনের আগুনে ১ জনের মৃত্যু
২৬ অক্টোবর ২০১৯ ১১:২৯ | আপডেট: ২৬ অক্টোবর ২০১৯ ১৪:৫৫
ঢাকা: ধানমন্ডিতে আবাসিক ভবনে লাগা আগুনে এক নারীর মৃত্যু হয়েছে। তার নাম জামিলা, বয়স আনুমানিক ৬৫। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) এই ঘটনায় আরও চিকিৎসাধীন আছে শাহিদা (১২) নামের আরেক শিশু।
শনিবার (১৬ অক্টোবর) ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া এ কথা নিশ্চিত করেছেন।
মৃত জামিলা ভবনের আট তলায় গৃহকর্মীর কাজ করতেন। অতিরিক্ত ধোঁয়ায় তার মৃত্যু হয় বলে জানিয়েছে ঢামেক হাসপাতাল কর্তৃপক্ষ।
শাহিদাও অন্য একটি ফ্ল্যাটের গৃহকর্মী বলে জানিয়েছেন ভবনের বাসিন্দা এসএম রাফসান।
আরও পড়ুন:- এক ঘণ্টা পর ধানমন্ডির আবাসিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে
এদিন সকাল ৯টা ২৫ মিনিটে ধানমন্ডি ৬/এ তে সাউথ ব্রিজের ওই ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।