এক ঘণ্টা পর ধানমন্ডির আবাসিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে
২৬ অক্টোবর ২০১৯ ১০:৩৫ | আপডেট: ২৬ অক্টোবর ২০১৯ ১১:৩০
ঢাকা: রাজধানীর ধানমন্ডিতে আবাসিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটর এক ঘণ্টা চেষ্টায় সকাল সাড়ে ১০টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে শনিবার ( ২৬ অক্টোবর) সকাল ৯টা ২৫ মিনিটে ধানমন্ডি ৬/এ তে সাউথ ব্রিজের ওই ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা রাসেল শিকদার সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস আরও জানায়, ভবনের ৩ তলায় আগুনের সূত্রপাত হয়। যদিও আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।