Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়ার প্রাণনাশে সরকার মহাপরিকল্পনা আঁটছে: রিজভী


২৫ অক্টোবর ২০১৯ ১৩:০২ | আপডেট: ২৫ অক্টোবর ২০১৯ ১৩:০৩

ঢাকা: কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রাণনাশে সরকার মহাপরিকল্পনা আঁটছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার (২৫ অক্টোবর) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, ‘খালেদা জিয়া বর্তমানে কারাগারে ভীষণ অসুস্থ। তার অসুস্থতা নিয়ে চলছে সরকারের নির্দয় আচরণ। তার উন্নত সুচিকিৎসার অধিকারটুকু কেড়ে নেওয়া হয়েছে। গত ১৪ দিনে কোনো চিকিৎসক তার নিকট যাননি। বিএসএমএমইউ এর ভিসি গত সপ্তাহে রিমাটোলজিস্টদের দিয়ে যে মেডিকেল বোর্ড গঠন করেছেন, আজ পর্যন্ত সেই মেডিকেল বোর্ড বেগম জিয়া কিংবা তার কোনো স্বজনকে চিকিৎসার কোনো রিপোর্ট দেননি।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘প্রচণ্ড ব্যথা-বেদনায় দেশনেত্রী রাত্রে মোটেই ঘুমাতে পারছেন না। আগের তুলনায় বর্তমানে তার শারীরিক অবস্থা খুবই শোচনীয় পর্যায়ে পৌঁছেছে। দুই মাস আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দাঁতের এক্সরে করা হলেও এখন পর্যন্ত সেই রিপোর্ট পাওয়া যায়নি। যেহেতু বেগম জিয়ার ব্লাড সুগারের মাত্রা অতিরিক্ত তাই তার দাঁতের সমস্যার কারণে চোখসহ শরীরের অন্যান্য সমস্যা প্রকট হওয়ার সম্ভাবনা খুবই বেশি।’

বারবার ইনস্যুলিন পরিবর্তন এবং ইনস্যুলিনের মাত্রা বৃদ্ধি করার পরও খালেদা জিয়ার সুগার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না উল্লেখ করে রিজভী বলেন, ‘কোনো কোনো সময় এটি ২৩-২৪ মিলিমোল পর্যন্ত উঠে যাচ্ছে। সুগার নিয়ন্ত্রণ করতে গিয়ে খাবারের পরিমাণ কমিয়ে দেয়াতে শরীরের ওজন হ্রাস পেয়েছে। তিনি হাঁটতে পারেন না, হাত নাড়াতে পারেন না।’

তিনি বলেন, ‘যথাযথ চিকিৎসার বিষয়ে আমরা বারবার দাবি করা সত্বেও দেশনেত্রীকে উন্নতমানের যন্ত্রপাতি বিশিষ্ট দেশের কোনো বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়নি। দেশনেত্রীর সুস্থ জীবন প্রত্যাশা করছে দেশবাসী। কিন্তু সরকারের নির্মম আচরণে মানুষ চরম ক্ষুব্ধ হয়ে পড়েছে। কারাগারে নেওয়ার সময় সুস্থ বেগম জিয়াকে এখন হুইলচেয়ারে চলাফেরা করতে হয়।’

বিজ্ঞাপন

দেশবাসী খালেদা জিয়ার জীবনের পরিণতি নিয়ে অজানা আতঙ্ক ও শঙ্কার মধ্যে রয়েছে দাবি করে রিজভী বলেন, ‘সরকার দেশনেত্রীর জীবন নিয়ে গভীর মাস্টারপ্ল্যানে ব্যস্ত। এই মাস্টারপ্ল্যান হচ্ছে- গণতন্ত্রকে ধ্বংস ও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে দুর্বল করা। কারণ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের এক জাগ্রত অর্নিবাণ সত্তা। তাই রোগে-শোকে-ব্যথা-বেদনায় জর্জরিত খালেদা জিয়াকে তারা কারাগারে আটকিয়ে রেখেছে।’

তিনি বলেন, ‘বর্তমান সরকার মানবতাবোধশূন্য এবং বেআইনি কাজে এতো অভ্যস্ত যে, তারা বেগম খালেদা জিয়ার বিপজ্জনক অসুস্থতাও ভ্রুক্ষেপ করছে না। সরকারের অমানবিক ও নিষ্ঠুর আচরণ প্রমান করে দেশনেত্রীর প্রাণনাশ করতে তারা গোপনে মহাপরিকল্পনা আঁটছে। আইন আদালত বর্তমানে শেখ হাসিনার হাতের মুঠোয় আছে বলে খালেদা জিয়ার জামিনও শেখ হাসিনার হাতের মুঠোয় বিদ্যমান।’

রিজভী বলেন, ‘দেশের মানুষের কাছে একটি কথা পরিষ্কার হয়ে গেছে, শুধুমাত্র ক্ষমতাকে কুক্ষিগত করে রাখতে এবং দেশজুড়ে লুটপাট আর দুর্নীতির স্বর্গরাজ্য গড়ে তুলতেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বন্দি করে রাখা হয়েছে। বিগত ১১ বছরের বেশি সময় ধরে আওয়ামী লীগ দেশ থেকে গনতন্ত্রকে নির্বাসিত করেছে, পাশাপাশি দেশের লক্ষ কোটি টাকাও নির্বাসনে পাঠিয়েছে।

সরকার দেশে লুটের রাজত্ব কায়েম করেছে অভিযোগ করে তিনি জানান, তারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে অথচ মুক্তিযুদ্ধে ত্যাগ, তিতিক্ষা, নির্ভয় আত্মোৎসর্গের ব্রত ছিল। কিন্তু আওয়ামী লীগের চেতনা হিংসা, প্রতিহিংসা, জিঘাংসা ও ভোগবাদের মিলিত রূপ।

কারাবন্দি খালেদা জিয়া খালেদা জিয়া টপ নিউজ প্রাণনাশ