Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঙ্কজ দেবনাথকে সম্মেলনের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ


২৪ অক্টোবর ২০১৯ ২২:২৪ | আপডেট: ২৪ অক্টোবর ২০১৯ ২২:৫৫

ঢাকা: বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথকে সম্মেলনের সব কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেলে ন্যাম সম্মেলনে যোগ দেওয়ার উদ্দেশে আজারবাইজানে যাত্রার আগে তিনি এ নির্দেশ দেন। আওয়ামী লীগের দুই নেতা সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নেতারা জানান, নেত্রী দেশের বাইরে যাওয়ার আগে পঙ্কজের বিষয়ে আমাদেরকে এ নির্দেশনা দিয়েছে। নেত্রী পঙ্কজকে সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি নয়, সম্মেলনের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে।

এর আগে বুধবার স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মোল্লা মো. আবু কাওসারকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান।

আওয়ামী লীগ টপ নিউজ পঙ্কজ দেবনাথ প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বেচ্ছাসেবক লীগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর