৩ খেলোয়াড়কে ফ্ল্যাট উপহার দিলেন প্রধানমন্ত্রী
২৪ অক্টোবর ২০১৯ ২১:২৫ | আপডেট: ২৪ অক্টোবর ২০১৯ ২১:৩৮
ঢাকা: ১২তম সাউথ এশিয়ান গেমসে স্বর্ণপদক জয়ী সাঁতারু মাহফুজা খাতুন শিলাসহ তিন খেলোয়াড়কে ফ্ল্যাট উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।উপহার পাওয়া অপর দুই খেলোয়াড় হলেন- সেনাবাহিনীর শ্যূটার শাকিল আহমেদ এবং বাংলাদেশ আনসার ও ভিডিপির ভার উত্তোলক মাবিয়া আক্তার।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) গণভবনে প্রধানমন্ত্রী এই তিন খেলোয়াড়ের হাতে আনুষ্ঠানিকভাবে ফ্ল্যাট হস্তান্তর করেন। এ সময় প্রধানমন্ত্রী খেলোয়াড়দের অনুশীলনের বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নেন এবং তাদেরকে আরও একনিষ্ঠভাবে খেলাধুলায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন।
উল্লেখ্য, ২০১৬ সালের ফেব্রুয়ারিতে ভারতে অনুষ্ঠিত ১২তম এসএ গেমসে ৫০ এবং ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে অংশ নিয়ে নতুন রেকর্ড সৃষ্টি করে দুটি স্বর্ণ পদক জেতেন শিলা। সাঁতারু পরিচয়ের বাইরে তিনি নৌবাহিনী একজন কর্মকর্তাও।
প্রসঙ্গত, আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে দেশের জন্য অনন্য সাফল্য বয়ে আনার স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রী খেলোয়াড়দের বিভিন্ন ধরনের উপহার দিয়ে থাকেন। এরই ধারাবাহিকতায় তিনি এই তিন খোলোয়াড়কে ফ্ল্যাট উপহার দিলেন।