Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিমান্ড শেষে কারাগারে সম্রাট


২৪ অক্টোবর ২০১৯ ২১:০৮ | আপডেট: ২৪ অক্টোবর ২০১৯ ২১:১৫

ঢাকা: মাদক ও অস্ত্র আইনের আলাদা দুই মামলায় রিমান্ড শেষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লাহ আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মাদক ও অস্ত্র মামলায় রিমান্ড শেষে সম্রাটকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। সম্রাটের পক্ষে তার আইনজীবী  আফরোজা শাহানাজ পারভীন হীরাসহ অন্যরা সম্রাটের জামিনের আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে সহকারী পাবলিক প্রসিকিউটর হেমায়েত উদ্দিন খান (হিরণ) জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সম্রাটকে রিমান্ড শেষে ঢাকা মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে হাজির করে হাজতে রাখা হয়। তাকে এজলাসে তোলা হয়নি।

মঙ্গলবার (১৫ অক্টোবর) ঢাকা মহানগর হাকিম সম্রাটেকে পৃথক দুই মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

রাজধানীতে অবৈধভাবে ক্যাসিনো পরিচালনার সুনির্দিষ্ট অভিযোগে গত ৬ অক্টোবর কুমিল্লার চৌদ্দগ্রামে কুঞ্জশ্রীপুর গ্রাম থেকে ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে আটক করে র‌্যাব।

ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট টপ নিউজ রিমান্ড শেষ সম্রাট সম্রাট কারাগারে

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর