Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমি চাই অপরাধীদের পাপের শাস্তি হোক: নুসরাতের মা


২৪ অক্টোবর ২০১৯ ১৪:২৪

ফেনী: অপরাধীদের পাপের শাস্তি চেয়েছেন ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাতের মা শিরিন আক্তার। নুসরাত হত্যা মামলার রায়ের পর এই প্রতিক্রিয়া জানিয়েছেন নুসরাতের মা। নুসরাত হত্যাকাণ্ডের ৬ মাসের মাথায় রায় দিল আদালত। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ফেনীর নারী ও শিশু নির্যাতন নির্যাতন দমন ট্রাইব্যুুনালে বিচারক মামুনুর রশীদ এই রায় ঘোষণা করেন।

নুসরাতের মা তার প্রতিক্রিয়ায় বলেন, ‘আমার মেয়ে যে কোনো অপরাধ করেনি সেটি আদালতে প্রমাণ হয়েছে। আমি খুশী। আমি চাই অপরাধীদের পাপের শাস্তি হোক। আর কোনো মা যেন সন্তান হারা না হয়। সন্তান হারানোর কষ্ট অনেক বেশি। এই কষ্ট নিয়ে বেঁচে থাকা কঠিন। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, তিনি আমাদের কষ্ট কমানোর চেষ্টা করেছেন। অপরাধীদের বিচার করেছেন। মা হিসেবে আমি তার কাছে কৃতজ্ঞ।’

বিজ্ঞাপন

এর আগে রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নুসরাতের বাবা একেএম মুসা সাংবাদিকদের বলেন, ‘আদালতের আজকের রায়ের মাধ্যমে আমরা সু-বিচার পেয়েছি। এজন্য সরকার, প্রশাসন, ডিসি, এসপি, পিবিআই, গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।’

তিনি বলেন, ‘আমার আদরের কন্যার মতো এমন করে যাতে আর কারো মায়ের বুক খালি না হয়। এই ভবিষ্যতে এই বিচার থেকে শিক্ষা নেওয়া উচিত সবার যে, যত অপরাধীই হোন না কেন, অপরাধ করে পার পাওয়া যাবে না। দ্রুত এ রায় কার্যকরের পাশাপাশি আমার পরিবারের নিরাপত্তার ব্যবস্থা করতে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাচ্ছি।’

রায়ের পর নুসরাতের ভাই মাহমুদুল হাসান নোমান বলেন, ‘রায়ে আমরা সন্তুষ্ট। আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে ধন্যবাদ জানাতে চাই। পাশাপাশি আমাদের পরিবারের নিরাপত্তার জোরদার করারও অনুরোধ জানাচ্ছি।’

বিজ্ঞাপন

 

টপ নিউজ নুসরাতের মা