Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নুসরাত হত্যার রায়ে স্বস্তিতে সরকার: ওবায়দুল কাদের


২৪ অক্টোবর ২০১৯ ১৩:০১ | আপডেট: ২৪ অক্টোবর ২০১৯ ১৩:৩০

ঢাকা: নুসরাত হত্যার বিচার দ্রুত শেষ হওয়ায় সরকার স্বস্তি প্রকাশ করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নুসরাতের পরিবারও এ বিচারে সন্তোষ প্রকাশ করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ ব্রিফিং তিনি এসব কথা বলেন।

এসময় সদ্য গেজেট হওয়া সড়ক পরিবহন আইন প্রসঙ্গে তিনি বলেন, ‘আইনটি কার্যকর হলে সড়কে শৃংখলা ফিরতে সহায়ক হবে। এ আইন প্রণয়ন করা জাতির দাবি ছিল।’ এছাড়া তিনি বলেন, ‘খসড়ায় যা ছিল, সেটাই আইনে চূড়ান্ত অনুমোদন পেয়েছে।’

এছাড়া ভোলার বোরহানউদ্দীনে নবীজীকে নিয়ে কটূক্তির ঘটনায় সরকার কঠোর অবস্থানে রয়েছে উল্লেখ করে তিনি জানান, তদন্ত দ্রুত শেষ করতে বলা হয়েছে। এ ঘটনায় কোনো সাম্প্রদায়িক অপশক্তির ইন্ধন আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

শুদ্ধি অভিযান প্রসঙ্গে আবারও ওবায়দুল কাদের বলেন, দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠা নেতাদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। দুদকের তদন্তে প্রমাণ হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কাদের টপ নিউজ নুসরাত রায়

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর