মৃত্যুদণ্ডের রায়ে সন্তোষ রাষ্ট্রপক্ষের
২৪ অক্টোবর ২০১৯ ১১:৫০ | আপডেট: ২৪ অক্টোবর ২০১৯ ১৬:১০
ঢাকা: ফেনীর সোনাগাজী মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার মামলায় ১৬ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। হত্যার ঘটনার মাত্র ৬ মাসের মাথায় হওয়া এ রায়ে সন্তোষ জানিয়েছেন, রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর হাফেজ আহমেদ, এডভোকেট আকরামুজ্জামান, এডভোকেট এম শাহজাহান সাজু।
আদালতের এ রায়কে দৃষ্টান্তমূলক জানিয়ে তারা বলেন, অপরাধীদের দৃষ্টান্তমূলক সাজা হয়েছে, ‘রায়টি একটি মাইলফলক, এটি একটি নজির হয়ে থাকবে।’
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ১৬ জনকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।
রায়ের পরে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, এ রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে, দেশে খুন করে কেউ পার পাবেনা। এ রায়ের মাধ্যমে এটাই প্রমাণিত হয় দেশে আইনের শাসন আছে। এ মামলার সঙ্গে সংশ্লিষ্ট বিচারক, আইনজীবী, আইন শৃংখলা বাহিনীর সদস্যকে ধন্যবাদ জানান রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।