Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নুসরাত হত্যা: কড়া নিরাপত্তায় আসামিদের আদালতে হাজির


২৪ অক্টোবর ২০১৯ ১১:১৭ | আপডেট: ২৪ অক্টোবর ২০১৯ ১১:৪২

ঢাকা: ফেনীর আলোচিত নুসরাত হত্যা মামলার রায় আজ। রায় ঘোষণা উপলক্ষে এরই মধ্যে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ১১টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আসামিদের ফেনী কারাগার থেকে আদালতে হাজির করা হয়েছে।

নুসরাত হত্যা মামলা: একনজরে ঘটনাপ্রবাহ

এদিকে নুসরাত হত্যা মামলার রায় ঘিরে আদালতের চারপাশে কড়া নিরাপত্তা বলায় গড়ে তুলেছে র‌্যাব-পুলিশসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

উাল্লেখ্য, সোনাগাজীর মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার শুনানি শেষে গত ৩০ সেপ্টেম্বর রায়ের জন্য আজকে দিন ঠিক করেন ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক।

এ মামলায় আসামিরা হলেন— সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ এস এম সিরাজ উদ দৌলা (৫৭), নুর উদ্দিন (২০), শাহাদাত হোসেন শামীম (২০), কাউন্সিলর ও সোনাগাজী পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ আলম ওরফে মোকসুদ কাউন্সিলর (৫০), সাইফুর রহমান মোহাম্মদ জোবায়ের (২১), জাবেদ হোসেন ওরফে সাখাওয়াত হোসেন (১৯), হাফেজ আব্দুল কাদের (২৫), আবছার উদ্দিন (৩৩), কামরুন নাহার মনি (১৯), উম্মে সুলতানা ওরফে পপি (১৯), আব্দুর রহিম শরীফ (২০), ইফতেখার উদ্দিন রানা (২২), ইমরান হোসেন ওরফে মামুন (২২), সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাদরাসার সাবেক সহসভাপতি রুহুল আমিন (৫৫), মহিউদ্দিন শাকিল (২০) ও মোহাম্মদ শামীম (২০)।

আরও পড়ুন: নুসরাত হত্যা মামলার রায় আজ

নুসরাত হত্যা রায়

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর