যুব সমাজ শক্তিশালী হলে সবকিছুতে দেশ এগিয়ে যাবে: যুব প্রতিমন্ত্রী
২৪ অক্টোবর ২০১৯ ০২:৪৯ | আপডেট: ২৪ অক্টোবর ২০১৯ ০১:৫০
ঢাকা: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, যুব সমাজ ছাড়া একটি দেশ কখনো, কোন সময় তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে না। যুব সমাজ শক্তিশালী হলে সবকিছুতে দেশ এগিয়ে যাবে। বুধবার (২৩ অক্টোবর) বিকেলে বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে ‘জাতীয় যুব সম্মেলন-২০১৯’ এর সমাপনী অধিবেশনে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
আগামী ১ নভেম্বর জাতীয় যুব দিবসকে সামনে রেখে একশন এইড বাংলাদেশ এই যুব সম্মেলনের আয়োজন করে। ‘যুব নেতৃত্বে সামাজিক পরিবর্তন’ প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত এই সম্মেলনের সমাপনী অধিবেশনে প্যানেলিস্ট হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক সেলিম রায়হান, সাংবাদিক শিমু নাসের উপস্থিত ছিলেন।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জাহিদ আহসান রাসেল বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী গত নির্বাচনে ইশতেহারে বলেছিলেন, তারুণ্যের শক্তি, বাংলাদেশের সমৃদ্ধি। তিনি মনে করেন যে, বাংলাদেশে সমৃদ্ধি আনতে হলে তারুণ্যের শক্তিকে কাজে লাগানো ছাড়া কোনো উপায় নেই।’ একটি চেয়ার যেমন চারটি খুঁটির উপর দণ্ডায়মান তেমনি বাংলাদেশের চারটি খুঁটি যুব সমাজের ওপর নির্ভরশীল বলে মন্তব্য করেন জাহিদ আহসান রাসেল।
যুব মন্ত্রণালয় নামে আলাদা মন্ত্রণালয় করার পরিকল্পনা রয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, “ব্যাচেলরদের জন্য যারা বিভিন্ন চাকরিপ্রত্যাশী তাদের জন্য ঢাকা শহরসহ দেশের বড় শহরগুলোতে ‘ইয়ুথ হোস্টেল’ নির্মাণ করার পরিকল্পনা রয়েছে সরকারের।” এছাড়া, বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে চলতে এবং কর্ম দক্ষ যুব সমাজ গড়ার প্রয়োজনে ২০১৭ সালের প্রণীত আইন পরিবর্তন করা হবে বলেও জানান তিনি।
দিনব্যাপী এই সম্মেলনে যুব সম্মেলনের প্রাথমিক অধিবেশনে আগামী ১ নভেম্বর জাতীয় যুব দিবসকে সামনে রেখে ৩০ জেলার পাঁচ শতাধিক তরুণ প্রতিনিধি যারা একশনএইড বাংলাদেশের সঙ্গে জড়িত তারা তাদের পরামর্শ ও প্রত্যাশা উপস্থাপন করেন। এছাড়া, ২০৩০ সালের এসডিজি অর্জনে একশন এইড বাংলাদেশের যুব কেন্দ্রিক পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এতে বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিওবিষয়ক ব্যুরোর মহাপরিচালক ও অতিরিক্ত সচিব কে এম আব্দুস সালাম, সাংবাদিক আনিসুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্মেলনে একশন এইড বাংলাদেশের তরুণদের নিয়ে যেসব কাজ করেছে সেই বিষয়ে একটি ফটোবুকের মোড়ক উন্মোচন করেন প্রতিমন্ত্রী।