Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লজ্জা ভুলে স্তন ক্যানসারের কথা প্রকাশের পরামর্শ


২৩ অক্টোবর ২০১৯ ২২:৫০ | আপডেট: ২৩ অক্টোবর ২০১৯ ২৩:৫৩

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে এক সভায় ক্যানসার চিকিৎসকেরা বলেছেন, ‘প্রত্যেক নারী নিজে নিজের পরীক্ষার মাধ্যমে স্তন ক্যানসারের আলামত নির্ণয় করতে পারেন। এজন্য দরকার শুধু সচেতনতা। এর মাধ্যমে ক্যানসারকে জয় করার সুন্দর সম্ভাবনা হাতের কাছেই আছে নারীদের।’

বিশ্ব স্তন ক্যানসার সচেতনতা মাস উপলক্ষে বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রামে আয়োজিত সভায় চিকিৎসকেরা এসব কথা বলেন। স্বেচ্ছসেবী সংগঠন আগামী ডেভেলপমেন্ট ও আলোকিত বাংলাদেশ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে নগরীর একটি রেস্টুরেন্ট হলে এ সভা হয়েছে।

বিজ্ঞাপন

সভায় চিকিৎসকেরা বলেন, ‘স্তন ক্যানসার দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে। কিন্তু এ দেশের নারীরা লজ্জা আর সামাজিক কুসংস্কারের কারণে চিকিৎসকের কাছে সহজে যান না বা পরিবারের কারো কাছে রোগের কথা বলেন না। এতে রোগটি দেরিতে প্রকাশ হয়। চিকিৎসা কঠিন হয়ে পড়ে।’

উপসর্গ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা।

সভায় ক্যানসার বিশেষজ্ঞ চিকিৎসকের পাশাপাশি আক্রান্ত রোগীরাও বক্তব্য রাখেন। আক্রান্ত রোগীদের নানা প্রশ্ন ও পরামর্শের জবাব দেন ক্যানসার বিশেষজ্ঞ আলী আসগর চৌধুরী ও শেফাতুজ্জাহান। এসময় চিকিৎসক অধ্যাপক তাহমিনা বানু ও সাকেরা আহমেদও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে চার চিকিৎসককে সম্মাননা দেওয়া হয়।

সাংবাদিক আলমগীর সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ বক্তব্য রাখেন।

আগামী ডেভেলপমেন্ট আলোকিত বাংলাদেশ ফাউন্ডেশন স্তন ক্যানসার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর