Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হলেন ১৫৬ কর্মকর্তা


২৩ অক্টোবর ২০১৯ ২১:৩২ | আপডেট: ২৩ অক্টোবর ২০১৯ ২৩:৪৭

ঢাকা: ১৫৬ জন যুগ্ম সচিবকে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতি পেয়ে যুগ্ম সচিব থেকে তারা অতিরিক্ত সচিব হয়েছেন।

বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই পদোন্নতি নিশ্চিত করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. তমিজুল ইসলাম খান এ প্রজ্ঞাপনে সই করেছেন।

আওয়ামী লীগ টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর এই প্রথম অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেওয়া হলো। এর আগে গত ১৬ জুন ১৩৬ জন উপসচিবকে যুগ্মসচিব পদে পদোন্নতি দিয়েছিল সরকার।

উল্লেখ্য, ১২২টি অতিরিক্ত সচিব স্থায়ী পদের বিপরীতে বর্তমানে প্রশাসনে অতিরিক্ত সচিবের সংখ্যা ৬০৯ জন।

অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেলেন যারা

অতিরিক্ত সচিব পদে পদোন্নতি জনপ্রশাসন মন্ত্রণালয় পদোন্নতি

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর