Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হ্যানয়ে কোটার গাড়ি বিক্রয় ৪ সাবেক রাষ্ট্রদূতের, সংকটে দূতাবাস


২৩ অক্টোবর ২০১৯ ২০:২৪ | আপডেট: ২৩ অক্টোবর ২০১৯ ২০:৩৬

ঢাকা: ভিয়েতনামের হ্যানয়ে দায়িত্ব পালনকালে শুল্কমুক্ত গাড়ি বিক্রির অভিযোগ উঠেছে সাবেক চার রাষ্ট্রদূতের বিরুদ্ধে। এর ফলে শুল্কমুক্ত গাড়ির সুবিধা পাচ্ছে না হ্যানয়ে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস। বিষয়টি জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সামিনা নাজ।

শুল্কমুক্ত গাড়ি কোটায় বিক্রি করে দেওয়া চার রাষ্ট্রদূত হলেন শমসের মবিন চৌধুরী, রাষ্ট্রদূত আসরাফ-উদ-দৌলা, রাষ্ট্রদূত মো. সাহাব উল্লাহ এবং রাষ্ট্রদূত সুপ্রদ্বীপ চাকমা। তারা কূটনীতিকদের জন্য সংরক্ষিত শুল্কমুক্ত গাড়ির কোটা ভিয়েতনামের নাগরিকদের কাছে বিক্রি করেন।

বিজ্ঞাপন

রাষ্ট্রদূত সামিনা নাজ গত বছরের ২৯ মার্চ পররাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগ দেন। ওই অভিযোগের কপি সারাবাংলার হাতে এসেছে। অভিযোগ বার্তায় রাষ্ট্রদূত বলেন, ‘এতে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।’

তবে শুল্কমুক্ত গাড়ির কোটা বিক্রির এই অভিযোগের পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো উদ্যোগ নিয়েছে কিনা তা জানা যায়নি।

সামিনা নাজ তার অভিযোগে উল্লেখ করেন, ভিয়েতনামের বাংলাদেশ মিশনে শুধুমাত্র একটি গাড়ি (ফ্ল্যাগ কার, যা গত ৭ বছর ধরে ব্যবহৃত হচ্ছে) রয়েছে। কিন্তু দূতাবাসের স্টাফদের জন্য কোনো গাড়ি নেই।’

রাষ্ট্রদূত সামিনা নাজ বলেন, ‘মিশনের কাজকর্মের জন্য কমপক্ষে আরও একটি গাড়ি প্রয়োজন। অথচ পূর্বসূরীদের অনিয়মের কারণে এখন ফ্ল্যাগ সংবলিত গাড়িটি পরিবর্তন বা বাংলাদেশি কূটনীতিকের কোটায় শুল্কমুক্ত গাড়ির কোটা পাওয়া যাচ্ছে না।’

কোটার গাড়ি বিক্রির অভিযোগের বিষয়ে শমসের মবিন চৌধুরী সারাবাংলাকে বলেন, ‘এটি ডাহা মিথ্যা, অভিযোগের কোনো ভিত্তি নেই। আমি ভিয়েতনামে ছিলাম তবে এমন কাজ করিনি। মিথ্যা বলা হচ্ছে।’

বিজ্ঞাপন

সাবেক রাষ্ট্রদূত আসরাফ-উদ-দৌলা সারাবাংলাকে বলেন, ‘অনেক বছর আগের ঘটনা, আমি  ভিয়েতনামের রাষ্ট্রদূত ছিলাম। কিন্তু শুল্কমুক্ত গাড়ির কোটা বিক্রির ঘটনাটি মনে করতে পারছি না।’

এ বিষয়ে আরও জানার জন্য পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক এবং ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সামিনা নাজ এর সঙ্গে সারাবাংলার পক্ষ থেকে একাধিকবার যোগাযোগ করা হলেও তাদের সাড়া পাওয়া যায়নি।

টপ নিউজ ভিয়েতনাম রাষ্ট্রদূত শুল্কমুক্ত গাড়ি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর