যুক্তরাজ্যে লরিতে পাওয়া গেল ৩৯ মরদেহ
২৩ অক্টোবর ২০১৯ ১৫:০৯ | আপডেট: ২৩ অক্টোবর ২০১৯ ১৯:০২
যুক্তরাজ্যের এসেক্স শহরে একটি লরির ভেতর ৩৯টি মরদেহ পাওয়া গেছে। স্থানীয় একটি শিল্পাঞ্চলে লরিটি পড়ে ছিল। এই ঘটনায় সন্দেহভাজন লরি চালককে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) পুলিশ এসব তথ্য জানায়। খবর বিবিসির।
এসেক্স পুলিশ অফিসার অ্যান্ড্রিও মার্নিয়ার বলেন, ‘কী ঘটেছে তা খোঁজে পেতে আমাদের অনুসন্ধান চলছে। অনেক মানুষ ট্র্যাজেডির শিকার হয়ে জীবন হারাল।’ মরদেহ শানাক্ত করতে অনেক সময় লেগে যাবে বলে মন্তব্য করেছেন এই পুলিশ অফিসার। উত্তর আয়ারল্যান্ডের ২৫ বছর বয়েসি লরি চালককে গ্রেফতার করেছে পুলিশ।
ধারণা করা হচ্ছে, লরিটি বুলগেরিয়া থেকে এসেছে। লরিটি আয়ারল্যান্ডের হলিহেড হয়ে ইংল্যান্ডে প্রবেশ করে। হলিহেড হলো উত্তর ওয়েলসের একটি বন্দর। আয়ারল্যান্ড থেকে ইংল্যান্ডে প্রবেশ করতে এই বন্দরটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। নিহতরা অভিবাসী বলে প্রাথমিক ধারণা করছে পুলিশ।
প্রধানমন্ত্রী বরিস জনসন এদিন দেশটির পার্লামেন্টে বলেন, এটা একটি ধারণার অতীত হৃদয়বিদারিক ও মর্মান্তিক ঘটনা।