হত্যা মামলায় ক্যাসিনো খালেদ ৭ দিনের রিমান্ডে
২৩ অক্টোবর ২০১৯ ১৪:৪৫ | আপডেট: ২৩ অক্টোবর ২০১৯ ১৫:৩১
ঢাকা: ক্যাসিনোকাণ্ডে গ্রেফতার যুবলীগের বহিষ্কৃত নেতা খালেদ মাহমুদ ভূঁইয়াকে এবার হত্যা মামলায় ৭ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
বুধবার (২৩ অক্টোবর) দুপুরে ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক আতিকুল ইসলাম এ রিমান্ড মঞ্জুর করেন।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা মিনা মাহমুদা রাজধানীর খিলগাঁয়ে চাচা-ভাতিজা হত্যা মামলায় খালেদকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করেন। আদালত শুনানি শেষে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড আবেদন সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৫ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে আসামি ও তার অন্যান্য সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবে খিলগাঁওয়ের আনোয়ার হোসেনের বাড়ির গেটে ইসরাইল হোসেন ও শরীফ হোসাইন সায়মনকে লক্ষ্য করে গুলি করে। এরপর তারা ওই দুইজনের কাছে থেকে ৩৮ লাখ টাকা ছিনতাই করে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই শরীফ হোসেন মারা যায় এবং ইসরাইল গুরুতর আহত হয়। আহত ইসরাইলও চিকিৎসাধীন অবস্থায় ২০১৬ সালের ১ এপ্রিল যান।
রিমান্ড আবেদনে বলা হয়, আসামি খালেদ ঘটনার সাথে জড়িত বলে একাধিক সূত্র জানিয়েছে। এমতাবস্থায় আসামিকে অস্ত্র মামলায় গ্রেফতার দেখানোসহ মূলঘটনা উদঘাটন এবং জড়িত অন্যান্য আসামিদের নাম ঠিকানা সংগ্রহ করতে খালেদ মাহমুদ ভূঁইয়াকে ১০ দিনের রিমান্ডে নেওয়া প্রয়োজন।
এ বিষয়ে রাষ্ট্রপক্ষের সহাকারী পাবলিক প্রসিকিউটর হেমায়েত উদ্দিন খান (হিরণ) সারাবাংলাকে জানান, ২০১৪ সালে রাজধানীর খিলগাঁও থানাধীন এলাকায় চাচা-ভাতিজা ইসরাইল ও সায়মনকে হত্যার অভিযোগে খালেদকে আদালত আনা হয়। এরপর শুনানি শেষে আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।