Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইভিএমে বোতাম টিপলেই ভোট পাচ্ছে বিজেপি!


২৩ অক্টোবর ২০১৯ ১৪:২৬

ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) যেকোনো বোতাম টিপলেই ভোট পাচ্ছে বিজেপি প্রার্থী। এমন অভিযোগ তুলেছে মহারাষ্ট্রের এক গ্রামের বাসিন্দারা। তবে নির্বাচন কর্মকর্তারা এ কথা উড়িয়ে দিয়েছেন।

মঙ্গলবার (২২ অক্টোবর) সংবাদমাধ্যম এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়।

ন্যাশনাল কংগ্রেস পার্টি বা এনসিপির বিধায়ক শশীকান্ত শিন্ড জানান, সাতারা জেলার নভলেওয়াদি গ্রামের এক বুথে গিয়ে তিনি এই রকম ঘটনা দেখেছেন।

সেই গ্রামে লোকসভার উপ নির্বাচন ছিল। গ্রামবাসীর অভিযোগ, এনসিপি প্রার্থী শ্রীনিবাস পাতিলকে ভোট দিলেও ভোট চলে যাচ্ছি‌ল বিজেপি প্রার্থীর নামে।

শশীকান্ত ইভিএম সমস্যার কথা ব্যাখ্যা করে বলেন, এক ব্যক্তি ভোট দিতে আসেন। তিনি বোতাম টেপার আগে বিজেপির পদ্মচিহ্নের পাশে লাল আলো জ্বলে ওঠে। ওই ভোটার এটা দেখতে পেয়ে প্রতিবাদ করেন। এরপর নির্বাচনি কর্মকর্তারা মেনে নেন ইভিএম যন্ত্রে কোনো সমস্যা হচ্ছে।

ওই এলাকার রিটার্নিং অফিসার কীর্তি নালাওয়াড়ে ইভিএম মেশিনে পক্ষপাতের অভিযোগ মেনে নেননি। তবে শশীকান্ত বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন।

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নির্বাচন ভারত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর