Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানুষ হত্যা ডাল-ভাতে পরিণত হয়েছে: রিজভী


২৩ অক্টোবর ২০১৯ ১৩:৪৭

ঢাকা: মানুষ হত্যা সরকারের কাছে ডাল-ভাতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (২৩ অক্টোবর) সকালে নয়াপল্টনে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ মন্তব্য করেন। খালেদা জিয়ার মুক্তি দাবি এবং ভোলায় হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল আয়োজন করে শাহবাগ ও রমনা থানা বিএনপি।

মিছিলটি নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় এবং নাইটেঙ্গেল মোড় ঘুরে আবার নয়াপল্টন এসে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। এতে অংশ নেন ঢাকা মহানগর (দক্ষিণ) বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশারসহ শাহবাগ ও রমনা থানা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সমর্থকরা।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, ‘কথায় কথায় গুলি। দেশের মানুষ যেন পশু-পাখির মতো। যে কোনো একটা সমাবেশ হলেই সেখানে গুলি আর হত্যা। মানুষ হত্যা এ সরকারের কাছে ডাল-ভাতে পরিণত হয়েছে।’

এই সরকারের আর কোনো কাজ নেই মন্তব্য করে তিনি বলেন, ‘এই সরকার গণতন্ত্র হত্যা করেছে, এই সরকার বাক স্বাধীনতা হত্যা করেছে, স্বাধীন মতামত হত্যা করেছে। গণতন্ত্রের অন্যতম শর্ত সমাবেশ করা। এটা সাংবিধানিক অধিকার। সেই অধিকার সরকার সহ্য করল না। চারজনকে গুলি করে হত্যা করল এবং শতাধিক মানুষ আহত হল বিনা কারণে, বিনা উসকানিতে।’

রিজভী বলেন, ‘আমাদের নেমে আসতে হবে। আমরা যদি এর প্রতিবাদ না করি, তাহলে আমাদের সন্তানেরা কেউ নিরাপদ থাকবে না। স্কুল কলেজে যেতে পারবে না। বাসায় ফিরে আসতে পারবে না।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘সরকার জনগণকে নিরাপত্তা দেবে, মানবকল্যাণ করবে। তা না করে কথায় কথায় গুলি! লাঠিচার্জ! এটার একটা কারণ আছে। এই কারণটা হচ্ছে যে, প্রতিবাদকে আগে-ভাগেই নিস্তব্ধ করে দেওয়া। যাতে দেশ বিক্রি করা যায়, পানি বিক্রি করা যায়, মাটি বিক্রি করা যায়, বাংলাদেশের মাটিতে অন্য দেশের বিমানবন্দর করা যায়।’

‘এই উদ্দেশ্যেই প্রতিবাদ মিছিল বা সমাবেশের জবাব হচ্ছে গুলি, জবাব হচ্ছে রক্তপাত, জবাব হচ্ছে মানুষ হত্যা’— বলেন রুহুল কবির রিজভী।

সরকারের অপকর্মের প্রতিবাদে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ বন্ধ করার জন্যই খালেদা জিয়াকে বন্দি রাখা হয়েছে অভিযোগ করে তিনি বলেন, ‘সেজন্য তারা আগে-ভাগেই গণতন্ত্রের প্রতীক, গণতন্ত্রের মা খালেদা জিয়াকে কারাগারে বন্দি করে রেখেছে।’

‘কারণ, তাকে বন্দি রাখলে দেশকে করদ রাজ্যে পরিণত করা যাবে। এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। তাই আমাদের আওয়াজ আরও তীব্র করতে হবে। আমাদের মিছিলের ধ্বনি-প্রতিধ্বনি, আমাদের কণ্ঠের ধ্বনি যেন এই স্বৈরাচারের বক্ষে কম্পন জাগায়। তাদের যাতে বুক কেঁপে ওঠে, সেইভাবেই আমাদের শ্লোগান দিতে হবে’— বলেন রুহুল কবির।

টপ নিউজ ডাল-ভাত বিএনপি রুহুল কবীর রিজভী সিনিয়র যুগ্ম-মহাসচিব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর