Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত


২৩ অক্টোবর ২০১৯ ১৩:৩২

নওগাঁ: নওগাঁর পত্নীতলায় ডিবি পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ মেহেদী হাসান (৩২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশের দাবি, মেহেদী হাসান মাদক ব্যবসায়ী।

বুধবার (২৩ অক্টোবর) ভোরে পত্নীতলা উপজেলার শিয়ার ইউনিয়নের লোদিপুর খাড়ির ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মেহেদী হাসান নওগাঁর বদলগাছী উপজেলার সাগরপুর গ্রামের বাসিন্দা গফুর ওরফে ভোলার ছেলে। সে দীর্ঘদিন ধরে মাদক ও চোরাকারবারীর সাথে জড়িত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

নওগাঁর পুলিশ সুপার মান্নান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার ভোররাতে মাদক বেচাকেনার খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল লোদিপুর খাড়ির ব্রিজ এলাকায় যায়। এ সময় মাদক ব্যাবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায় পুলিশ। এসময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় মেহেদী হাসান। এছাড়া অন্যরা পালিয়ে যায়।

পুলিশ সুপার আরও জানান, বন্ধুকযুদ্ধের সময় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদেরকে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। বন্ধুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করেছে পুলিশ।

নওগাঁ বন্দুকযুদ্ধ মাদক ব্যবসায়ী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর