আবরার হত্যা: মিজান ৫ দিনের রিমান্ডে
২৩ অক্টোবর ২০১৯ ১৩:১০ | আপডেট: ২৩ অক্টোবর ২০১৯ ১৩:১৪
ঢাকা: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় গ্রেফতার মিজানুর রহমানের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২৩ অক্টোবর) দুপুরে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লাহ এ আদেশ দেন। এদিন মামলাটির তদন্ত কর্মকর্তা আসামি মিজানকে আদালতে হাজির করে মামলা তদন্তের স্বার্থে সাতদিনের রিমান্ড আবেদন করেন। তবে এদিন আসামি পক্ষের কোনো আইনজীবী ছিলেন না।
এর আগে গত ১১ অক্টোবর আসামি মিজান অসুস্থ থাকায় কারাগারে আটক রাখার আবেদন করেন এ তদন্ত কর্মকর্তা। এরপর থেকে সে কারাগারে ছিল।
আদালত সূত্রে জানা যায়, মামলাটিতে ২০ আসামি গ্রেফতার হয়েছে। এদের মধ্যে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় ৮ জন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
উল্লেখ্য, ৭ অক্টোবর আবরাহ হত্যার অভিযোগে রাতে ভিকটিমের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেলসহ ১৯ জনের নামে চকবাজার থানায় মামলা করেন। ওই মামলা পরিপ্রেক্ষিতেই এ পর্যন্ত ২০ জনকে গ্রেফতার করা হয়েছে।