Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শহীদ মিনার এলাকায় শিক্ষক-পুলিশ ধস্তাধস্তি


২৩ অক্টোবর ২০১৯ ১২:৩৫ | আপডেট: ২৩ অক্টোবর ২০১৯ ১৪:২৪

ঢাকা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের গ্রেড পরিবর্তনের দাবিতে আন্দোলনরতদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। এ সময় এক শিক্ষক অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বুধবার (২৩ অক্টোবর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও পুলিশের মধ্যে ধস্তাধস্তির এ ঘটনা ঘটে।

https://www.youtube.com/watch?v=mRllq4nZE6Q&feature=youtu.be&fbclid=IwAR2DPfIPsXKcDTZBAqspYDnDzfGIUWbMgEGC-4VSS8Snk1_zgqRGcvpARQs

এ বিষয়ে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফ বলেন, ‘শিক্ষকদের আমরা কোনো লাঠি চার্জ করিনি। তবে তাদের রাস্তা থেকে সরিয়ে দিতে গেলে তারা পুলিশের ওপর ক্ষিপ্ত হয়। এ সময় ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। তারপরও পুলিশ ধৈর্য্য ধরে সব নিয়ন্ত্রণ করছে।’

এর আগে সকালে বেতন বৈষম্য নিরসনের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে সমাবেশ করে শিক্ষকরা। সেখান থেকে তারা ঘোষণা দেয় যে, ১৩ নভেম্বরের মধ্যে সরকার দাবি মেনে না নিলে তারা প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষা বর্জন করে স্কুলে স্কুলে তালা ঝুলিয়ে দেবে।

জানা গেছে, সকালে কার্জন হলের সামনে শিক্ষকরা সমাবেশ করলেও সেখানে একটি গ্রুপ যোগ দিতে পারেনি। পরে তারা শহীদ মিনার এলাকায় এসে অবস্থান নেয়। পরবর্তী সময়ে কার্জন হলের সামনে সমাবেশ করা শিক্ষকরাও তাদের সঙ্গে যোগ দিয়ে বিক্ষোভ করতে থাকে।

এর আগে বুধবার সকাল নয়টা থেকে ১০টা পর্যন্ত শিক্ষকদের ১৪টি সংগঠন নিয়ে গঠিত ‘মোর্চা বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ’ কার্জন হলের সামনে সমাবেশ করে। যদিও কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করার ঘোষণা ছিল তাদের। কিন্তু তারা সেখানে সমাবেশের অনুমতি পায়নি। তাদের ঢাবির কার্জন হলের সামনে সমাবেশ করার জন্য এক ঘণ্টা সময় দেওয়া হয়।

বিজ্ঞাপন

বেতন বৈষম্য নিরসনের দাবিতে এর আগেও চলতি মাসে শিক্ষকরা চারদিন বিভিন্ন মেয়াদে কর্মবিরতিও পালন করেন। এর মধ্যে গত ১৭ অক্টোবর পূর্ণদিবস, ১৬ অক্টোবর অর্ধদিবস, ১৫ অক্টোবর ৩ ঘণ্টা এবং ১৪ অক্টোবর ২ ঘণ্টা কর্মবিরতি পালন করেন শিক্ষকরা।

এদিকে বেতন বৈষম্য নিরসন প্রক্রিয়াধীন থাকা সত্ত্বেও ক্লাস বর্জন কর্মসূচি দেওয়ায় শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। গত ১৩ অক্টোবর এই নির্দেশনা দেওয়া হয়।

ছাত্র-শিক্ষক ধস্তাধস্তি শহীদ মিনার

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর