Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজারে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজনের মৃত্যু


২৩ অক্টোবর ২০১৯ ১১:৪৫

কক্সবাজার: টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মোহাম্মদ সেলিম প্রকাশ সলিম (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন পুলিশ সদস্যও আহত হয়েছেন।

বুধবার (২৩ অক্টোবর) ভোরে উপজেলার হোয়াইক্যংয়ের কেরুনতলী পাহাড়ে এঘটনা ঘটে।

এসময় ঘটনাস্থল থেকে একটি দেশীয় এলজি, ছয় রাউন্ড তাজা কার্তুজ, সাতটি গুলির খোসা ও ১ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। নিহত মোহাম্মদ সেলিম হোয়াইক্যংয়ের চাকমারকুল এলাকার কবির হোসেনের ছেলে। সে দীর্ঘদিন ধরে একটি ডাকাত দলের নেতৃত্ব দিচ্ছিলেন বলেও দাবি পুলিশের।

এ ব্যাপারে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, আটক করার পর রাতে সেলিমকে নিয়ে অভিযানে গেলে তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি আরও জানান, নিহতের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কক্সবাজারে ডাকাত পুলিশ

বিজ্ঞাপন

টানা সাতে জয়ে দুর্বার মোহামেডান
১০ জানুয়ারি ২০২৫ ১৮:৪৫

বাধ্য হয়ে জোভান-তটিনীর বিয়ে!
১০ জানুয়ারি ২০২৫ ১৮:১৯

আরো

সম্পর্কিত খবর