সিরাজগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ১
২৩ অক্টোবর ২০১৯ ১১:১৪ | আপডেট: ২৩ অক্টোবর ২০১৯ ১১:২১
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লে অজ্ঞাত (৩৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
বুধবার (২৩ অক্টোবর) সকালে উপজেলার রানীনগর তেলপাম্পের কাছে এ দুর্ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের নাম পরিচয় জানা যায়নি।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান জানান, বুধবার সকালে পাবনা পরিবহনের একটি বাস পাবনা থেকে বগুড়ার দিকে যাচ্ছিল। পথে বাসটি উল্লাপাড়ার রানীনগর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক ব্যক্তি মারা যায়। আহত হয় আরও তিনজন।
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে। এছাড়া মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জের শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।