কুর্দিদের সীমান্ত এলাকা থেকে দূরে রাখতে রাশিয়া-তুরস্কের চুক্তি
২৩ অক্টোবর ২০১৯ ০৯:৪৬
রাশিয়া ও তুরস্ক একটি ঐতিহাসিক সামরিক চুক্তিতে সম্মত হয়েছে। এই চুক্তি অনুসারে সিরিয়ায় তুরস্ক-সংলগ্ন সীমান্ত এলাকা থেকে দূরে রাখা হবে কুর্দিদের। এজন্য যৌথ টহল দিবে রাশিয়া ও তুরস্ক। রাশিয়া বিভক্ত সিরিয়াতে বাশার আল-আসাদ সরকারকে সমর্থন করে আসছে।
বুধবার (২৩ অক্টোবর) সংবাদমাধ্যম বিবিসির খবরে এ তথ্য জানানো হয়।
সিরিয়ায় সীমান্ত এলাকায় ১২০ কিলোমিটার এলাকা দখলে নিয়েছে তুরস্ক। যুদ্ধ-বিধ্বস্ত সিরিয়া থেকে তুরস্কে পালিয়া আসা প্রায় ২০ লাখ শরণার্থীকে সেখানে আশ্রয় দেওয়ার কথা ভাবছে তুরস্ক। যে পরিকল্পনাটির নাম দেওয়া হয়েছে ‘সেফ জোন’।
সিরিয়া ও রাশিয়ার এই সমঝোতার পর সীমান্ত এলাকায় উভয় দেশের সেনারা যৌথ টহল দেবে। এর আগে, তুরস্ক কুর্দিদের বিরুদ্ধে অভিযানের কথা জানালে মার্কিন যুক্তরাষ্ট্র ওই এলাকা থেকে তাদের সৈন্যদের সরিয়ে নেয়।
এদিকে চুক্তির কয়েক-ঘণ্টা পরে তুরস্কের পক্ষ থেকে জানানো হয়েছে কুর্দিদের বিরুদ্ধে এখন সশস্ত্র হামলা চালানো হবে না। বর্তমানে উভয়পক্ষের মধ্যে যুদ্ধবিরতি রয়েছে। কুর্দিরা তাদের যোদ্ধাদের তুরস্কের দখলকৃত এলাকা থেকে ইতোমধ্যে সরিয়ে নিয়েছে। চলতি মাসে তুরস্কের সামরিক আক্রমণের পর হতে এখন পর্যন্ত প্রায় ৭০ জনের মৃত্যু হয়েছে সিরিয়ায়।