স্ত্রী ও ৪ প্রতিষ্ঠানসহ এমপি নজরুল ইসলাম বাবুর ব্যাংক হিসাব তলব
২৩ অক্টোবর ২০১৯ ০০:৪৬ | আপডেট: ২৩ অক্টোবর ২০১৯ ০০:৪৭
ঢাকা: নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম বাবু, তার স্ত্রী সায়মা আফরোজ ও তাদের মালিকানাধীন চারটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
সংস্থাটির কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) থেকে সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, তার স্ত্রী ও তাদের মালিকানাধীন চার প্রতিষ্ঠানের তথ্য চেয়ে সংশ্লিষ্ট ব্যাংকে চিঠি দেওয়া হয়েছে। এনবিআর সূত্র সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন- শেখ মারুফ ও মোল্লা আবু কাওসারসহ ২০ জনের ব্যাংক হিসাব জব্দ
সূত্র জানায়, এনবিআরের চিঠিতে সংসদ সদস্য বাবু ও তার স্ত্রী ছাড়াও তাদের মালিকানাধীন প্রতিষ্ঠান সূচনা ডায়িং অ্যান্ড প্রিন্টিং লিমিটেড, স্টার ট্রেডিং কোম্পানি, বাবু এন্টারপ্রাইজ ও সূচনা ডায়িং প্রিন্টিং উইভিং ইন্ডাস্ট্রিজের তথ্য চাওয়া হয়েছে। চারটি প্রতিষ্ঠানেরই মালিক নজরুল ইসলাম বাবু।
এনবিআর পক্ষ থেকে চারটি ঠিকানায় চিঠি পাঠানো হয়েছে— সুইট ৮#১২ (৮ম তলা), গুলশান শপিং কমপ্লেক্স, ২, বঙ্গবন্ধু এভিনিউ, মতিঝিল, ঢাকা; গ্রাম-বাজবি, পোস্ট-দুপতারা, আড়াইহাজার, নারায়ণগঞ্জ; ৮৮, শান্তিনগর, ইস্টার্ন পিয়ার, প্লট নং-২/৬০৫ (৬ষ্ঠ তলা)।
আরও পড়ুন- ওমর ফারুক চৌধুরী ও তার স্ত্রী-সন্তানদের ব্যাংক হিসাব জব্দ
চিঠিতে নজরুল ইসলাম বাবু, তার স্ত্রী ও তাদের ব্যবসা প্রতিষ্ঠানের ২০১২ সালের ১ জুলাই থেকে আমানত, সেভিংস, চলতি হিসাব, ঋণ হিসাব, ফরেন কারেন্সি অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড, লকার, সঞ্চয়পত্রসহ সব ধরনের তথ্য দিতে অনুরোধ করা হয়েছে। চিঠিতে আরও বলা হয়, চিঠি পাওয়ার সাত দিনের মধ্যে এসব তথ্য ছক আকারে এনবিআরের কাছে জমা দিতে হবে।
এনবিআর সূত্রে জানা গেছে, নজরুল ইসলাম বাবুর বিরুদ্ধে অবৈধভাবে শত শত কোটি টাকা আয়ের অভিযোগ রয়েছে।