Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাদকসেবনের দায়ে হিলিতে দম্পতির কারাদণ্ড


২২ অক্টোবর ২০১৯ ২২:৩২

হিলি (দিনাজপুর): মাদকসেবনের দায়ে এক দম্পতিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে তাদের দু’জনকে ১শ টাকা করে জরিমানা করা হয়।

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুর রাফিউল আলম এই দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন— হিলি উপজেলার মধ্য বাসুদেবপুর গ্রামের নূর ইসলামের ছেলে পল্লব হোসেন (২৮) ও তার স্ত্রী মুক্তা বেগম (২৫)।

বিজ্ঞাপন

আব্দুর রাফিউল আলম সারাবাংলাকে জানান, টাকার জন্য পল্লব গতকাল (সোমবার) রাতে মুক্তাকে মারধর করেন। তার হাত কেটে দেন। এ নিয়ে এলাকায় বিশৃংখলার সৃষ্টি হয়। প্রতিবেশীদের অভিযোগের ভিত্তিতে রাতেই তাদের দু’জনকে আটক করা হয়। আমরা অভিযোগ পেয়েছি, তারা দু’জনই মাদকসেবী। নেশা করে প্রায়েই তারা এমন করতো।

মাদক মাদকসেবী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর