Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রুয়েটে ভর্তি পরীক্ষা ২৪ অক্টোবর, ফল প্রকাশ ৪ নভেম্বর


২২ অক্টোবর ২০১৯ ১৮:১১

রাজশাহী: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা বৃহস্পতিবার (২৪ অক্টোবর) অনুষ্ঠিত হবে। আর ফল প্রকাশ হবে ৪ নভেম্বর। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য এরই মধ্যে সব প্রস্তুতি শেষ হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয় উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. রফিকুল আলম শেখ।

বিজ্ঞাপন

উপাচার্য বলেন, ‘১৯৬৪ সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এ পর্যন্ত ভর্তি পরীক্ষা নিয়ে কোনো দোষ-ত্রু টি হয়নি। এবারও এর ব্যতিক্রম হবে না। এটা আমাদের ঐতিহ্য। এ বছরও স্বচ্ছতার ভিত্তিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি কমিটির সভাপতি প্রফেসর ড. মোশাররফ হোসেন বলেন, ‘এবারের ভর্তি পরীক্ষায় দুটি গ্রুপের (ক ও খ) অধীনে ১৪টি বিভাগের ভর্তি পরীক্ষা ২৪ অক্টোবর অনুষ্ঠিত হবে। ক গ্রুপের অধীনে সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত ৮ হাজার ২৮০ জন ও খ গ্রুপের অধীনে সকাল ৯টা থেকে বেলা ১২টা ১০ পর্যন্ত ৭৮০ জন ভর্তিচ্ছু অংশ নেবে। ৪ নভেম্বর ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

তিনি আরও জানান, পরীক্ষা অংশ নিতে উচ্চ মাধ্যমিকের মূল রেজিস্ট্রেশন ও তার ফটোকপি এবং ভর্তি পরীক্ষার প্রবেশপত্র (দুই কপি) অবশ্যই সঙ্গে আনতে হবে। সংরক্ষিত আসনের প্রার্থীদের ক্ষেত্রে উপজাতি/ ক্ষুদ্র জাতিসত্বা/ ক্ষুদ্র নৃ গোষ্ঠী মোড়ল, হেডম্যান /গোত্রসমূহ কতৃক প্রদত্ত সনদের মূলকপিসহ সত্যায়িত কপি সঙ্গে আনতে হবে। এছাড়া ভর্তি পরীক্ষার সময় ক্যালকুলেটর ছাড়া অন্য কোনো ডিভাইস সঙ্গে আনা যাবে না।

সংবাদ সম্মেলনে রুয়েটের (ভারপ্রাপ্ত) রেজিস্টার ড. মো. সেলিম হোসেন, ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. রবিউল আওয়াল, উপ-পরিচালক মামুনুর রশিদ, জনসংযোগ কর্মকতা (ভারপ্রাপ্ত) আ ফ ম মাহমুদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ভর্তি পরীক্ষা রুয়েট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর