ভোলার পুলিশ সুপারের ফেসবুক আইডি হ্যাক
২২ অক্টোবর ২০১৯ ১২:০৮
ভোলা: জেলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের ব্যক্তিগত ফেসবুক আইডি হ্যাক হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার (২২ অক্টোবর) পুলিশ সুপার ভোলা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেছেন।
ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল সোমবার রাতে কোনো একসময় পুলিশ সুপারের ফেসবুক আইডি হ্যাক করা হয়। পরে সকালে তিনি একটি সাধারণা ডায়েরি দায়ের করেন।
ওসি আরও জানান, কে বা কারা পুলিশ সুপারের আইডি হ্যাক করেছে, তার এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। তবে আইডি উদ্ধারের চেষ্টা ও বিষয়টির তদন্ত চলছে।