ওমর ফারুক চৌধুরী ও তার স্ত্রী-সন্তানদের ব্যাংক হিসাব জব্দ
২১ অক্টোবর ২০১৯ ২১:৫৫ | আপডেট: ২২ অক্টোবর ২০১৯ ০৩:৫৯
ঢাকা: যুবলীগের সাবেক চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী এবং তার স্ত্রী ও সন্তানদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। সোমবার (২১ অক্টেবর) বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিটের (বিআইএফইউ) পক্ষ থেকে প্রতিটি ব্যাংকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।
এর আগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) থেকে সংশ্লিষ্ট ব্যাংকে এ সংক্রান্ত আলাদা চিঠি পাঠানো হয়। তাতে ওমর ফারুক চৌধুরী, তার স্ত্রী শেখ সুলতানা রেখা, ছেলে আবিদ চৌধুরী, মুক্তাদির আহমেদ চৌধুরী ও ইশতিয়াক আহমেদ চৌধুরীর ব্যাংক হিসাব অনুসন্ধান ও জব্দ করার নির্দেশনা চাওয়া হয়। সেই সঙ্গে তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান লেক ভিউ প্রোপার্টিজ এবং রাও কনস্ট্রাকশানের হিসাবও স্থগিত চাওয়া হয়।
চিঠিতে ধানমন্ডির ৮/এ সড়কের ইস্টার্ন হেরিটেজ, রমনার বঙ্গবন্ধু এভিনিউয়ের ৪৫ নম্বর বাসা ও চট্টগ্রামের রাউজানের সূত্রাপুরের ঠিকানা দেওয়া হয়েছে।