Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথম স্ত্রীকে হত্যার দায়ে স্বামী ও দ্বিতীয় স্ত্রীর যাবজ্জীবন


২১ অক্টোবর ২০১৯ ২১:৩৬

বগুড়া: প্রথম স্ত্রীকে হত্যার অপরাধে স্বামী সবুজ মণ্ডল ও তার দ্বিতীয় স্ত্রী রুকছানা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক মো. আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় লাল মণ্ডল ও মোমিন প্রামাণিককে খালাস দেওয়া হয়েছে।

সবুজ মণ্ডলের বাড়ি বগুড়ার গাবতলী উপজেলার রানীর পাড়ায়। তার বাবার নাম ছেরাপ মণ্ডল। মামলার নথি থেকে জানা গেছে, ২০০০ সালে সবুজ গাবতলীর মহিষাবান মধ্যপাড়ার আব্দুল লতিফের মেয়ে আছিয়া বেগমকে বিয়ে করেন। পরবর্তীতে তিনি রুকছানা বেগমকে বিয়ে করে। দ্বিতীয় বিয়ের পর থেকে সবুজ আছিয়া বেগমের কাছে যৌতুকের দাবি করে আসছিলেন। যৌতুকের টাকা দিতে অস্বীকার করায় ২০১৪ সালের ২ আগস্ট বিকেলে সবুজ তার দ্বিতীয় স্ত্রী সহযোগিতায় আছিয়া বেগমকে শ্বাসরোধে হত্যা করেন।

ওই ঘটনায় আছিয়ার বড় ভাই মোত্তলিব হোসেন বাদী হয়ে গাবতলী থানায় মামলাটি দায়ের করেছিলেন।

যাবজ্জীবন কারাদণ্ড

বিজ্ঞাপন

রাজশাহীতে পতন উড়ন্ত রংপুরের
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:০৭

আরো

সম্পর্কিত খবর