নেপালের সেনাবাহিনীকে চীনের অর্থ সহায়তা
২১ অক্টোবর ২০১৯ ১৯:৪১ | আপডেট: ২২ অক্টোবর ২০১৯ ১১:০০
নেপালের সেনাবাহিনীকে ২ কোটি ১০ লাখ ডলারের অর্থ সহায়তা দিয়েছে চীন। মানবিক ও দুর্যোগ ত্রাণ সরঞ্জামের আকারে চীনের এই সহায়তায় নেপালের সেনাবাহিনী আগামী তিন বছর দুর্যোগ মোকাবেলায় তাদের সক্ষমতা বাড়াবে।
নেপালের প্রতিরক্ষামন্ত্রী ঈশ্বর পোখরেল চীন সফরকালে এ সমঝোতা চুক্তিটা স্বাক্ষরিত হয়। এর আগে চলতি মাসে চীনের প্রেসিডেন্ট শি জিনিপিং নেপাল সফর করেন। চীনের প্রেসিডেন্টের সফরকালে নেপাল ও চীন একাধিক সমঝোতা চুক্তি স্বাক্ষর করে। শি জিনিপিংয়ের নেপাল সফরের পর দেশটির প্রতিরক্ষামন্ত্রী চীন সফর করলেন।
২০১৫ সালে নেপালে হওয়া এক ভূমিকম্পে ৯ হাজারেরও বেশি মানুষ মারা যায়। সেসময় চীন দেশটিকে ব্যাপক সহায়তা করে। এবার দেশটির দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা বাড়ানোর জন্য এ অর্থ সহায়তা দিলো চীন।