Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেফতার ২


২১ অক্টোবর ২০১৯ ১৬:২৯

ঝিনাইদহ: মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের হওয়া মামলায় দুইজনকে গ্রেফতার করেছে ঝিনাইদহ পুলিশ। এরা হলেন— সদর উপজেলার হলিধানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ এবং তার সহযোগী সাহেব আলী।

সোমবার (২১ অক্টোবর) দুপুর ১২টার দিকে হলিধানী থেকে তাদের গ্রেফতার করা হয়। আব্দুর রশিদের বাড়ি হলিধানী গ্রামে। তার বাবার নাম হামিদ মিয়া। সাহেব আলী একই ইউনিয়ন পরিষদের কোলা গ্রামের হামেদ মালিথার ছেলে।

বিজ্ঞাপন

ঝিনাইদহ জেলা পুলিশ সুপার (এসপি) মো. হাসানুজ্জামান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আব্দুর রশিদ এবং তার সহযোগী সাহেব আলী ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিরুদ্ধে মামলাও চলছে।

মানবতাবিরোধী অপরাধ

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর