Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নানা আয়োজনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


২১ অক্টোবর ২০১৯ ১৪:৩৬

গাজীপুর: জাঁকজমক আয়োজনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার (২১ অক্টোবর) সকালে গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে পায়রা উড়িয়ে, কেক কেটে এবং আলোচনা সভার মাধ্যমে দিনটি পালন করা হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম।

বিজ্ঞাপন

শুরুতে পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি ও উপাচার্য। রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত ও লালনগীতি পরিবেশনের পর প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। সবশেষে আলোচনা সভার মাধ্যমে শেষ হয় এই আয়োজন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য প্রফেসর ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু, প্রো উপাচার্য প্রফেসর ড. মশিউর রহমান, ট্রেজারার অধ্যাপক নোমান উর রশিদসহ বিশ্ববিদ্যালয় পরিবারের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা।

উল্লেখ্য, ১৯৯২ সালের এই দিনে গাজীপুরের বোর্ডবাজার এলাকায় জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।

২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমক জাতীয় বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর