Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাসচাপায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের মৃত্যু


২১ অক্টোবর ২০১৯ ১৪:১৪

দিনাজপুর: দিনাজপুরে বাসচাপায় শতগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মারা গেছেন। এছাড়া দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হয়েছেন। তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সোমবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় দিনাজপুর সরকারী কলেজ মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শফিকুল ইসলাম বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

দিনাজপুর কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) বজলুর রশিদ জানান, দুপুরে বীরগঞ্জ থেকে তিনজন মোটরসাইকেলে দিনাজপুর শহরে আসছিলেন। ওই মোটরসাইকেলে বিএনপি নেতা শফিকুল ইসলামও ছিলেন। তাদের মোটরসাইকেল সরকারি কলেজ মোড়ে পৌঁছলে বিপরীতমুখি বাসের সঙ্গে সংঘর্ষ হয়।

স্থানীয়রা গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শফিকুলকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে কোতোয়ালি থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।

দিনাজপুর বিএনপি মোটরসাইকেল সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

চমক জয়া আহসান!
৯ জানুয়ারি ২০২৫ ১৮:০৫

আরো

সম্পর্কিত খবর