পরিচালক, অভিনেতা হুমায়ূন সাধু লাইফ সাপোর্টে
২১ অক্টোবর ২০১৯ ১৩:২৪ | আপডেট: ২১ অক্টোবর ২০১৯ ১৫:০৯
পরিচালক, অভিনেতা ও লেখক হুমায়ূন সাধু লাইফ সাপোর্টে আছেন। রোববার (২০ অক্টোবর) রাতে দ্বিতীয় দফা ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হলে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই লাইফ সাপোর্টে আছেন তিনি।
এর আগে গেল মাসের শেষ দিকে (২৯ সেপ্টেম্বর) হুমায়ূন সাধু প্রথম দফা ব্রেইন স্ট্রোক আক্রান্ত হন। সেসময় তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসকরা বলেছিলেন তার মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হবে। হুমায়ূন সাধুর পরিবার ও স্বজনরা বিদেশ নেওয়ার সিদ্ধান্ত নেন। সিদ্ধান্ত মতো এগিয়েছিলো সবকিছু। আগামীকাল (২২ অক্টোবর) উন্নত চিকিৎসার জন্য হুমায়ূন সাধুকে ভারতে নিয়ে যাওয়ার কথা ছিল।
নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর হাত ধরে মিডিয়ায় পা রাখেন হুমায়ূন সাধু। ফারুকীর পরিচালনায় ‘মেইড ইন বাংলাদেশ’ দিয়েই অভিনয়ে তার পথচলা শুরু। ‘ঊনমানুষ’ নাটকে অভিনয় দিয়ে দর্শকদের নজর কেড়ে নেওয়া সাধু এরই মধ্যে পরিচালনা করেছেন বেশ অনেকগুলো নাটক।