Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্কুলছাত্রীকে যৌন হয়রানি, শিক্ষক কারাগারে


২১ অক্টোবর ২০১৯ ১২:৩৭ | আপডেট: ২১ অক্টোবর ২০১৯ ১৩:১৮

রাজশাহী: ছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগে রাজশাহীতে এক স্কুল শিক্ষককে কারাগারে পাঠিয়েছেন আদালত। অভিযুক্ত শিক্ষক ‍দুরুল হুদা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক।

রোববার (২০ অক্টোবর) রাতে আদালত আসামি দুরুল হুদাকে কারাগারে পাঠানো হয় বলে সারাবাংলাকে জানান মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম হাফিজুর রহমান।

মতিহার থানা পুলিশ জানায়, রোববার রাতে ওই ছাত্রীর বাসায় প্রাইভেট পড়াতে যান তার স্কুলের শিক্ষক নুরুল হুদা। প্রাইভেট পড়ানো শেষে ছাত্রীকে ফ্ল্যাটের স্টোর রুমে ডেকে নিয়ে যান তিনি। পরে সেখানে তাকে যৌন হয়রানি করা হয়।

ওই ছাত্রীর মা বলেন, ‘ঘটনার সময় আমার মেয়ে চিৎকার করে। চিৎকার শুনে আমি ঘটনাস্থলে যাই। আমার উপস্থিতিতে দুরুল হুদা বাসা থেকে দ্রুত সটকে পড়ে। পরে মেয়ের কাছে বিস্তারিত শুনে আমি থানায় মামলা করি।’

এ ব্যাপারে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম হাফিজুর রহমান জানান, লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। পরে ঘটনার সত্যতা পাওয়ায় নারী ও শিশু নির্যাতন আইনের ১০ ধারায় মামলা করে ওই শিক্ষককে কারাগারে পাঠানো হয়েছে।

অধ্যাপক টপ নিউজ যৌন হয়রানি রাবি স্কুলশিক্ষক

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর