Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরে কেয়া স্পিনিং মিলে আগুন


২১ অক্টোবর ২০১৯ ১১:০৪

গাজীপুর: গাজীপুরের কোনাবাড়ির জরুন এলাকায় কেয়া স্পিনিং মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (২১ অক্টোবর) সকাল আটটার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জাকারিয়া খান জানান, আগুন লাগার পর মুহূর্তের মধ্যেই আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের গাজীপুর, কালিয়াকৈর ও ডিবিএলের ৬টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, আগুনে কারখানার বিভিন্ন মালামাল পুড়ে গেছে। বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে।

আগুন কেয়া স্পিনিং কোনাবাড়ি গাজীপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর