Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক তরুণের বিরুদ্ধে আরেক তরুণকে ধর্ষণের অভিযোগ


২০ অক্টোবর ২০১৯ ২৩:০৯ | আপডেট: ২১ অক্টোবর ২০১৯ ০০:২১

সাভার: এক যুবককে ধর্ষণের অভিযোগ উঠেছে আরেক যুবকের বিরুদ্ধে। ঢাকার একটি টেলিভিশন চ্যানেলের সাভার প্রতিনিধি মিঠুন সরকারের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করা হয়েছে। রোববার (২০ অক্টোবর) বিকেলে ভুক্তভোগী নিজেই বাদী হয়ে সাভার মডেল থানায় মামলাটি (মামলা নম্বর: ৫৭) দায়ের করেন।

মিঠুন সরকারের বাড়ি সাভারের বাড্ডা ভাটপাড়া এলাকায়। তার বাবার নাম প্রফুল্ল সরকার। মামলার এজাহার থেকে জানা যায়, ভুক্তভোগী যুবক সিসিটিভি ক্যামেরা টেকনিশিয়ান হিসেবে কাজ করেন। গতকাল (শনিবার) বিকেলে ওই যুবককে মিঠুন সরকার জানান রেডিও কলোনিতে তার অফিসের সিসিটিভি ক্যামেরা নষ্ট হয়ে গেছে। ক্যামেরা মেরামত করতে গেলে মিঠুন সরকার অফিসের ভেতরে তাকে ধর্ষণ করেন।

বিজ্ঞাপন

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, এক যুবককে ধর্ষণের অভিযোগে মিঠুন সরকারের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করা হয়েছে। শিগগিরই তাকে আইনের আওতায় আনা হবে।

ধর্ষণ

বিজ্ঞাপন

টানা সাতে জয়ে দুর্বার মোহামেডান
১০ জানুয়ারি ২০২৫ ১৮:৪৫

আরো

সম্পর্কিত খবর