ডিআইজি প্রিজনস বজলুর রশীদ কারাগারে
২০ অক্টোবর ২০১৯ ১৮:২৭ | আপডেট: ২০ অক্টোবর ২০১৯ ১৮:৫৯
ঢাকা: কারা অধিদফতরের উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজনস) বজলুর রশীদকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার (২০ অক্টোবর) শুনানি শেষে ভারপ্রাপ্ত ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. আল মামুন এ আদেশ দেন।
এদিন মামলাটির তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক নাসির উদ্দিন বজলুর রশীদকে আদালতে হাজির করে মামলার তদন্ত স্বার্থে ও প্রকৃতি রহস্য উদঘাটনের লক্ষ্যে কারাগারে আটক রাখার আবেদন করেন। অপরদিকে তার পক্ষের আইনজীবী জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করেন।
রোববার (২০ অক্টোবর) দুদকের কার্যালয়ে জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করা হয়।
ডিআইজি প্রিজনস বজলুর রশীদ গ্রেফতার
এর আগে বজলুর রশীদের বিরুদ্ধে অবৈধ উপায়ে উপার্জিত টাকা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে স্ত্রীকে পাঠানোর অভিযোগের অনুসন্ধানে নামে দুদক। এর অংশ হিসেবে বজলুর রশীদ ও তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে দুর্নীতি দমন কমিশন। জিজ্ঞাসাবাদে রূপায়ন হাউজিং এস্টেট থেকে ৩ কোটি ৯ লাখ টাকার একটি ফ্ল্যাট কেনার তথ্য পায় দুদক। বজলুর রশীদের দেওয়া তথ্যের ভিত্তিতে দুদক তার বিরুদ্ধে মামলা করে এবং তাকে গ্রেফতার করে।