Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাইকোর্টের ৯ অতিরিক্ত বিচারপতির শপথ সোমবার


২০ অক্টোবর ২০১৯ ১৭:৪৯ | আপডেট: ২০ অক্টোবর ২০১৯ ১৭:৫১

ঢাকা: সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নতুন নিয়োগ পাওয়া নয়জন অতিরিক্ত বিচারপতিকে সোমবার (২১ অক্টোবর) শপথ পড়ানো হবে। সকাল সাড়ে ১০টায় সুপ্রিমকোর্টের জাজেস লাউঞ্জে এ শপথ অনুষ্ঠিত হবে। এজন্য যাবতীয় প্রস্তুতি নিয়েছে সুপ্রিমকোর্ট প্রশাসন।

রোববার (২০ অক্টোবর) বিকালে হাইকোর্ট বিভাগের সহকারী রেজিস্ট্রার (প্রশাসন) কাজী আরাফাত উদ্দীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিন সকালে বাংলাদেশ সংবিধানের ৪৮ অনুচ্ছেদের প্রদত্ত ক্ষমতাবলে নয়জনকে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

বিজ্ঞাপন

রোববার আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। নিয়োগ পাওয়া নতুন নয়জন বিচারপতি হলেন— জেলা ও দায়রা জজ মুহম্মদ মাহবুব-উল ইসলাম, জেলা ও দায়রা জজ শাহেদ নূর উদ্দিন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. মো. জাকির হোসেন, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মোহাম্মদ মাহমুদ হাসান তালুকদার, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট কাজী এবাদত হোসেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম জাহিদ সারওয়ার, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট কে এম জহিরুল হক, ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী জিনাত হক।

এরই মধ্যে নিয়োগ পাওয়া নয়জন অতিরিক্ত বিচারপতিকে দায়িত্ব দিয়ে হাইকোর্ট বিভাগের বেঞ্চ পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি।

অতিরিক্ত বিচারপতি শপথ গ্রহণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর