বিচারকরা স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারছেন না: ভিপি নুর
২০ অক্টোবর ২০১৯ ১৭:০৫ | আপডেট: ২০ অক্টোবর ২০১৯ ১৯:০১
ঢাকা: সরকারের হস্তক্ষেপে বিচারকরা স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারছেন না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক নুর। রোববার (২০ অক্টোবর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে ল রিপোর্টার্স ফোরামে সাংবাদিকদের সামনে তিনি এ মন্তব্য করেন।
পাসপোর্ট না পাওয়ায় আদালতের শরণাপন্ন হয়েছেন ভিপি নুর। তার আবেদনের শুনানির জন্য আদালত লম্বা সময় পর তারিখ ধার্য করেন। পরে আইনজীবীকে সঙ্গে নিয়ে গণমাধ্যমকে এই ছাত্র প্রতিনিধি বলেন, ‘বিচার বিভাগের ওপর মানুষের আস্থাহীনতার সৃষ্টি হচ্ছে। এটা বিচার বিভাগের চিত্র হতে পারে না। আদালতের প্রতি সম্মান করে বলবো, জনগণের শেষ আশ্রয়স্থল আদালত। আপনারা বিবেকের দ্বারা পরিচালিত হয়ে জনকল্যাণে রায় দেবেন।’
নুর বলেন, ‘পাসপোর্ট পাওয়া একজন মানুষের মৌলিক অধিকারেরই অংশ। একজন ছাত্র প্রতিনিধি হিসেবে আমার অন্য দেশের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ের জন্য বিদেশ যেতে হতে পারে। যেমন পাসপোর্ট না থাকার কারণে নেপালে একটি অনুষ্ঠানে যেতে পারিনি। অক্সফোর্ড ছাত্র ইউনিয়নের একটি অনুষ্ঠানেও যেতে পারছি না। আমার পাসপোর্ট দিতে বাধা কোথায়?’
এর আগে পাসপোর্ট চেয়ে নুরের করা আবেদনের শুনানির জন্য আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে শুনানির জন্য রেখেছেন হাইকোর্ট। বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ দিন ঠিক করে দেন।
তার পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মহসীন রশিদ। পরে আইনজীবী মহসীন রশিদ বলেন, ‘পাসপোর্ট জরুরি বিষয়। জরুরি ভিত্তিতে শুনানির জন্যই আমরা আদালতের শরণাপন্ন হয়েছিলাম। কিন্তু আদালত তা করলেন না। এতে আমার আশংকা, সরকার হয়তো ভিপি নুরকে পাসপোর্ট দিতে চাচ্ছে না।’
তিনি বলেন, ‘জানুয়ারিতে যদি আবার সরকার সময় চায়, আদালত যদি সময় দেয় তাহলে হয়তো ভিপি নুরের মেয়াদ শেষ হয়ে যাবে।’
উল্লেখ্য, গত ২৩ এপ্রিল পাসপোর্ট অধিদফতরে আবেদন করে নুর। পাসপোর্ট অধিদফতর গত ২ মে তাকে পাসপোর্ট দেওয়ার দিন নির্ধারণ করে দেয়। কিন্তু রহস্যজনক কারণে নুরকে পাসপোর্ট দেওয়া হয়নি। নির্ধারিত সময়ে পাসপোর্ট না পেয়ে গত ১ আগস্ট আদালতে রিট আবেদন করেন তিনি।